অন্যান্য - বিজ্ঞান ও প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

অবৈধ মুঠোফোন বন্ধ হয়ে যাবে আপনার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছেন যে, বন্ধ হয়ে যাবে বাংলাদেশে ব্যবহার করা অবৈধ মোবাইলফোন গুলো

অবৈধ মুঠোফোন বন্ধ -:- বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনেকটি জনপ্রিয় সফটয়্যার কম্পানি গুলো হল সিনেসিস আইটি লিমিটেড, ডিজিকন টেকনোলজিস, রিভ সিস্টেম ও ডেটাএজ।এই জনপ্রিয় চার সফটয়্যার কম্পানি গুলোর মধ্যে  এই সিনেসিস আইটি কম্পানি কাজ পেয়েছে বাংলাদেশের অবৈধ মোবাইলফোন বন্ধের প্রযুক্তিগত সমাধান করতে।এই সিনেসিস আইটি কম্পানি সেই কাজের চুক্তিতে সাক্ষরিত করার ১২০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে কাজটি চালু করতে হবে।তবে কাজটি শুরু করার সর্বশেষ সময় হতে পারে আগামী এপ্রিল মাস পর্যন্ত।সরকারি প্রতিষ্ঠান বিটিআরসি জানিয়েছেন যে, তাদের প্রক্রিয়াগত কাজ সম্পূর্ণ করার পরেই যত দ্রুত সম্ভব কাজটি চালু করবে।এক্ষেত্রে সিনেসিস সফটয়্যার কম্পানিরও প্রস্তুতি নিচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের প্রক্রিয়া শুরু ও পরিচালানার জন্য দরপত্র আহ্বান করেন।গত বৃহস্পতিবারে সিনেসিস সফটয়্যার কম্পানির দরপত্র জেতার নোটিফিকেশন অ্যাওয়ার্ড (নির্দেশনা) জারি করেন।

সর্বপ্রথম বাংলাদেশের অবৈধ মোবাইলফোন বন্ধের উদ্যোগ গ্রহন করেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১২ সালে।তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বছর বাংলাদেশের সফটয়্যার কম্পানি সিনেসিস আইটি লিমিটেডকে নির্বাচন করা এবং তার দরপত্র আহ্বান করার মাধ্যমে পরিকল্পনাটির বাস্তব রূপ লাভ করছে।সিনেসিস সফটয়্যার কম্পানিকে তাদের নির্দিষ্ট জামানত জমা দিয়ে ২ ডিসেম্বরের মধ্যে চুক্তিপত্রে সাক্ষর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

অবৈধ মুঠোফোন বন্ধ
অবৈধ মুঠোফোন বন্ধ
অবৈধ মুঠোফোন

এই বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জ্যৈষ্ঠ সহকারি পরিচালক জাকির হোসেন খান বলেছেন যে,গত বছরের শুরুর দিকে অবৈধ মোবাইলফোন বন্ধের কার‌যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

অবৈধ মোবাইলফোন, নকল মুঠোফোন, চুরি করা ফোন ও রাজস্ব ক্ষতি রোধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রক্রিয়া চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রক্রিয়া চালু করার মাধ্যমে বৈধভাবে আমদানিকৃত মুঠোফোন ও উৎপাদিত মুঠোফোনের তথ্যভান্ডারের সঙ্গে মোবাইলফোনে নেটওয়ার্কে চালু হওয়া মোবাইলফোনের শনাক্তকরণ নম্বর (আইএমইআই) মিলিয়ে দেখে মোবাইল গ্রাহকদের কাছে ছাড়া হবে। অবৈধ মুঠোফোন, চুরি যাওয়া ফোন ও নকল মুঠোফোন আর চালু করা যাবে না।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

মোবাইল অপারেটরগুলোর কাছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রক্রিয়া চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।যার ফলে এনইআইআর এর পরিচালনকারীর তাৎক্ষণিকভাবে জানতে পারবে নতুন কোন মোবাইলফোন নেটওয়ার্কে যুক্ত হলে।তখন মোবাইলফোনটি বৈধ নাকি অবৈধ তা তাৎক্ষণিকভাবে চেক করে জানতে পারবে।কিন্তু বর্তমানে মোবাইল অপারেটরদের সবার কাছে (আইএমইআই) নম্বর সংগ্রহে নাই।কারযক্রম চালু হলেই বিশেষ ব্যবস্থায় ডাটা গুলো তথ্যভান্ডারে নেওয়া হবে।

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ