অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিশ্বের ৩০ লাখ ব্যবহারকারী বিপদে

অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android Smartphone) ব্যবহৃত কোয়ালকম চিপ বিশ্বের ৩০ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর ডেটাকে বিপদে ফেলে দিয়েছে ।
চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা ৪০০টি ত্রুটি খুঁজে পেয়েছেন কোয়ালকমের ডিজিটাল সিগন্যাল প্রসেসর চিপ (ডিসিপি) –তে। চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা বলেছেন যে বাজারে যত প্রকার অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে তার মধ্যে ৪০% শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোয়ালকম চিপ ব্যবহৃত হয়ে থাকে। চেক পয়েন্টসিকিউরিটির রিসার্চাররা ডিসিপি চিপ টেষ্ট করে বলেছে যে তাতে ৪00 টি ত্রুটিযুক্ত কোড পিস খুঁজে পেয়েছে। এই ত্রুটিযুক্ত কোড পিস গুলোর জন্য হ্যাকাররা বিনা রেজিস্ট্রেশন ইন্টারাঅ্যাকশন ছাড়াই যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে ডেটা অ্যাকসেস করতে পারেন।
এই ত্রুটিযুক্ত কোড পিস গুলোর সাহায্যে হ্যাকাররা ইউজারের ফোনে থাকা ইমেজ, ভিডিও, কল ডিটেইলস, রিয়েল টাইম মাইক্রোফোন তথ্য, জিপিএস আর লোকেশনের তথ্যের অ্যাকসেস পেয়ে যায়।এই ৪০০ টি ত্রুটিযুক্ত কোড পিস গুলোর কারণে ম্যালিসিয়াস অ্যাপ ফোনের কল ডিটেইলস রেকর্ডিং করতে পারেন, হ্যাকাররা মাইক্রোফোনের সাহায্যে কথাবার্তা্ও শুনতে পারেন বলে জানিয়েছেন। তাছাড়াও হ্যাকাররা সার্ভিস হ্যাকের মাধ্যমে ফোনকে ফ্রিজও করতে পারেন। এইভাবে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য সারাজীবন থেকে যাবে। এছাড়াও হ্যাকাররা এমন কিছু তথ্য বা (ম্যালওয়্যার এবং ম্যালিসিয়াস) কোড সেটআপ করতে পারে যা ইউজার ইচ্ছা করলেও তা ডিলিট বা মুছে ফেলতে পারবেনা ফলে হ্যাকারদের অ্যাক্টিভিটি আডাল করবে।তার ফলে হ্যাকাররা ভয়ংকর একটি বিপজ্জনক কার্যকলাপ চালাতে পারে।
কোয়ালকমের ৪০০ টি ত্রুটিযুক্ত কোড পিস সামনে আসার ফলে সতর্কতা জারি করা হয়েছে। ফোন কম্পানির কর্মকর্তারা নতুন করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপডেট করে এই ত্রুটিগুলোকে দূর করতে পারবেন বলে জানিয়েছেন।

ফোন কম্পানির কর্মকর্তাগণ আর্ও জানিয়েছেন যে, চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা যে ত্রুটিগুলো খুঁজে পেয়েছে সেগুলোকে তারা পরীক্ষা করেছে কিন্তু এখনও তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই।চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসের ত্রুটি নিয়ে কাজ করতেছেন। সেই সঙ্গে তারা ইউজারদের ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ত্রুটিমুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum