প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাশিক্ষা

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি (৬ষ্ট-১০ম শ্রেনীর রচনা)

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি-:- আধুনিক বিজ্ঞান একজন দক্ষ যাদুকর ছাড়া আর কিছুই নয়। একের পর এক ইহা মানবজাতিকে বিষ্ময় উপহার দিচ্ছে। ইহা প্রায় সম্পূর্ণরুপে প্রকৃতির দুর্দমনীয় শক্তিকে জয় করেছে। আধুনিক বিজ্ঞানের বিস্ময়াবলি এত অধিক যে একটা সংক্ষিপ্ত রচনাতে সেগুলো বর্ণনা করা সম্ভব নয়।

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি বিদ্যুৎঃ

আধুনিক বিজ্ঞানের প্রথম বিস্ময় হল বিদ্যুৎ। এটা আধুনিক সভ্যতার চালিকাশক্তি।বিভিন্ন উদ্দেশ্যে বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হয়। ইহা ছাড়া আধুনিক বিজ্ঞানের অগ্রগতি সম্ভব নয়।

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি কম্পিউটারঃ

কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর অবদান। এপা মানব মস্কিষ্কের বিকল্প হিসেবে বিবেচিত হয়। আমাদের জীবনের এমন কোন অধ্যায় নেই যেখানে আমরা কম্পিউটার ব্যবহার করি না।কম্পিউটারের সাহায়য্য আমরা কৃষি, চিকিৎসা, শিক্ষা যোগাযোগ এবং পরিবহন ক্ষেত্রে ব্যাপক কৃতিত্ব অর্জনে সক্ষম হয়েছি।

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি চিকিৎসা বিজ্ঞানঃ

বায়োপসি এবং আলট্রাসনোগ্রাফি, ই,সি,জি, অতিবেগুনী রশ্মি, এক্স-রে এবং পেনিসিলিন হল চিকিৎসা ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের বিস্ময়। অধিকন্তু, আরো অন্যান্য মারাত্মক রোগের বিরুদ্ধে আধুনিক বিজ্ঞানের আরো অনেক আবিষ্কার আছে।

আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি
আধুনিক বিজ্ঞানের বিস্ময়বলি

আধুনিক যোগাযোগঃ

যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান বিস্ময় সৃষ্টি করছে। টেলিফোন, পেলেক্স, ফ্যাক্স, বেতার, টেলিগ্রাম হচ্ছে বিরাট বিস্ময়। এগুলো বিশ্বকে আমাদের সন্নিকটে এনে দিয়েছে। আমরা মুহূর্তের মধ্যে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে পারি।

গণযোগাযোগ এবং বিনোদনঃ

টেলিভিশন, রেডিও, ইন্টারনেট প্রভৃতি হল গণযোগাযোগ ও বিনোদনের প্রধান উৎস। টেলিভিশন ও রেডিও হচ্ছে চিন্তা-ভাবনা ও মতামত আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম। একদিকে তারা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত সংবাদ প্রচার করে। অন্যদিকে তারা বিনোদনের প্রধান উৎস। একইভাবে, ইন্টারনেট আমাদেরকে সকল ধরনের তথ্য প্রদান করে।

আধুনিক বিজ্ঞানের বিস্ময়-যোগাযোগ মাধ্যম
আধুনিক বিজ্ঞানের বিস্ময়-যোগাযোগ মাধ্যম

অন্যান্য বিস্ময়ঃ

মহাকাশ ভ্রমণ হচ্ছে আদূনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর সফলতা। মাত্র কয়েক বছর আগে চাঁদে অবতরণ ছিল মানুষের কল্পনার বাইরে।পারমানবিক শক্তির আবিষ্কার আধুনিক বিজ্ঞানের অপর এক বিস্ময় যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

উপসংহারঃ

আধুনিক বিজ্ঞান এখনও দিনের পর দিন তার বিস্ময়ের সংখ্যা বাড়িয়ে চলেছে। এখন বলা অসম্ভব এটি কি সম্পন্ন করতে পারে আর কি পারে না। এটা মনে হয় যে, কোথাও না থামার জন্য এটা তা ভ্রমণ শুরু করেছে।

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ