অন্যান্যপরিবেশ

আফ্রিকা মহাদেশ দুভাগ হচ্ছে বিস্তারিত জানুন!

আফ্রিকা মহাদেশ দুভাগ হচ্ছে এবং জন্ম হচ্ছে নতুন এক সাগরের। গত কয়েক যুগের স্যাটেলাইটের তথ্য এমনটিই বলেছে।বিভক্তির কেন্দ্রস্থল ইথিওপিয়ার আফার অঞ্চল। এই অঞ্চলটি ৩টি টেকনিক প্লেটের সংযোগস্থল।যেগুলো খুবই ধীর গতিতে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে।

বিজ্ঞানীরা মনে করেছেন, প্রক্রিয়াটি আফ্রিকামহাদেশকে দুভাগে ভাগ করবে। এবং কয়েক মিলিয়ন বছর পর একটি নতুন সাগরের জন্ম দেবে। বিষটির সবচেয়ে বড় প্রমাণ ইথিওপিয়ান মরু ভূমিতে ৫৬ কি.মি দীর্ঘ ফাটল। ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর ইথিওপিয়ার আফার অঞ্চলে একটি ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের মাত্রা খুব বিশি ছিলনা, ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল সামান্য।

কিন্তু, ভূমিকম্পটির বিপুল সংখ্যক আফটারশক ছিল। পরবর্তী ১২ দিন একশোরও বেশি ভূমিকম্প ঘটে। যেগুলোর বেশির ভাগের মাত্রাই ছিল নগণ্য। ভূমিকম্পনগন্য হলেও সৃষ্ট ফাটলের আকার বিশাল।

আফ্রিকা বিভক্ত
আফ্রিকা বিভক্ত

বিজ্ঞানীরা বলছেন, ফাটলটি গত কয়েকশত বছরের প্লেট সরে যাওয়ার সম্মিলিত ফলাফল।প্রতি বছর হার খুবই সামান্য, মাত্র ৫ থেকে ১.৩ সে.মি। ফলে, এখানে নতুন সাগর তৈরি হতে ৫-১০ মিলিয়ন বছর সময় লাগবে। গত ৩০ মিলিয়ন বছর ধরে অ্যারাবিয়ান প্লেট আফ্রিকান প্লেট দূরে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার হার প্রতি বছর প্রায় ২.৫ সে.মি (১ ইঞ্চি)।

ফলে, সৃষ্টি হয়েছে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগর। আফ্রিকা বিভক্ত হওয়ার হার সে তুলনায় বেশ কম। ফলে, এখানে সাগর সৃষ্টি হওয়ার প্রক্রিয়াও হবে ধীর গতির।

বিজ্ঞানীদের মতে, কিন্তু এই বিচ্ছেদ শুধু দুটোই না, এখানে আরও ১টি প্লেট রয়েছে।সেটি হলো অ্যারাবিয়ান প্লেট। এই অ্যারাবিয়ান প্লেটও মহাদেশের একটি ভাগকে নিজের করে নিতে চায়।

 

 

প্রথিবীর উপরের পৃষ্ঠ সর্বদা চলমান। আগামী ২৫ কোটি বছর অ্যান্টার্কটিকার স্থান হবে ভারত মহা সাগরে। বিলুপ্ত হবে আটলান্টিক মহাসাগর।পৃথিবীর সবগুলো মহাদেশ সংযুক্ত হয়ে তৈরি হবে এক দৈত্যাকার মহাদেশ।যার জন্য কেনিয়ার অবস্থা যুকির মধ্যে রয়েছে।কারন কেনিয়া অবস্থান করেছেন ৩টি প্লেটের উপর।যার কারনে কেনিয়াকে ৩টি প্লেটে ৩ দিকেই নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছে।

তবে বর্তমান সময় থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে এই পূর্ব আফ্রিকা মহাদেশ দুই ভাগে বিভক্ত হবে কিন্তু এই বিভক্ত হতে প্রায় সময় লাগবে ২ থেকে ২.৫ লক্ষ বছর।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিনhttp://updatekhobor.com/forum

 

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ