
আযান বন্ধের দাবী -:- আজ আযান বন্ধ, কাল নামাজ বন্ধ, বোরকা ধরে টানাটানি, মুসলিম ব্যাবসায়ীদের কাছ থেকে কোন জিনিস কিনা যাবেনা।মুসলিম ভাইদের কাছ থেকে কোন ডেলিবারী নিবেনা, অনলাইন ডেলিবারী মুসলিমদের কাছ থেকে নেওয়া যাবে না।মুসলিমদের হাত থেকে কোন কিছু খাওয়া যাবে না।এই নিচু জাত, উচু জাত, হিন্দু, মুসলিম, যতদিন যাচ্ছে এইসব ঝামেলা বেড়েই চলছে। আমাদের খুব ভয় হচ্ছে যে, সত্যি কি আমাদের দেশটা হিন্দু রাষ্ট্রের দিকেই যাচ্ছে?
প্রায় ১ লক্ষ মানুষ ইংরেজদের হাতে শহীদ হয়েছিল।যার মধ্যে প্রায় অর্ধেক লক্ষ্ মানুষ যারা কিনা মুসলিম শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল।হাজার হাজার মুসলমান, মাদ্রাসায় পড়া হাফেজ, আলেম, মোফতি, কারী, হাজার হাজার দাড়িওয়ালা, টুপি ওয়ালা মানুষদেরকে একদিনে রশি দিয়ে গাছের সাথে ইংরেজরা ফাশিঁ দিয়ে হত্যা করেছিল কারন, তারা ভারত বর্ষের স্বাধীনের পক্ষে কথা বলেছিল।তারা হিন্দু-মুসলিমের ঐক্যের কথা বলেছিল।কারন তারা ভারত বর্ষকে ইংরেজদের শাসনের হাত থেকে বাচাঁতে চেয়েছিল।

আজ আমরা কি করছি? আবারও কি আমাদের দেশে দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হল?
এবার এক হিন্দু ধর্মালম্বী চন্দ্র ইল্লোরি আযান বন্ধের দাবী জানিয়ে র্কোটে আর্জি পেশ করেছেন।তিনি অভিযোগ করেছেন কারন, আজানের শব্দে এলাকায় এক ধরনের ‘আলাদা মুসলিম আবহ’ সৃষ্টি হয়। তার আবেদনের প্রেক্ষিতে আদালত দক্ষিন আফ্রিকার একটি শহরের মসজিদে মাইকের আযান বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিচারক এনগাদি জানিয়েছেন যে, তিনি এই ধরনের আদেশের স্বীকৃতি দেননি।
অন্যদিকে আলজাজিরা জানায় যে, বিচারক সিডবেল এনগাদি তিনি ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক ছিলেন এবং তিনিই এই আদেশ দিয়েছিলেন।
মসজিদ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে, মসজিদ কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন।
আদালতের এ রায়ে সমতা এবং ধর্ম পালনের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিন আফ্রিকার মানবাধিকার কমিশন।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum