টপ নিউজবিজ্ঞান ও প্রকৌশলবিজ্ঞান ও প্রযুক্তি

আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কীভাবে কাজ করে?

২০২১ সালের মে মাসে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হয়। আঘাতের পাল্টা জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিন থেকে শত শত রকেট ছোড়া হয়। তবে এসব রকেটের অধিকাংশই প্রতিহত করার দাবি করে ইসরায়েল।কারণ রকেট হামলা ঠেকানোর জন্য ইসরায়েলের হাতে রয়েছে ‘আয়রন ডোম’ নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

Sky Defencer Iron Dome
Sky Defencer Iron Dome

আয়রন ডোম কী?

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার নাম ‘আয়রন ডোম’।যা তৈরি করেছে Rafayel Advanced Defense System. আয়রন ডোমের প্রধান তিনটি দিক-রাডার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম ও মিসাইল ফায়ারিং। ইসরায়েলের দিকে ধেয়ে আসা রকেটকে চিহ্নিত ও তার গতিপথ শনাক্ত (ট্র্যাক) করে রাডার ব্যবস্থা। আর কন্ট্রোল সিস্টেম রকেটের সম্ভাব্য ‘হিট পয়েন্ট’ নির্ধারণ করে মিসাইল ফায়ারিং ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার নির্দেশ দেয়। ধেয়ে আসা রকেটের কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে আকাশেই ধ্বংস হয়ে যায় সেটি।

আয়রন ডোম- Iron Dome
আয়রন ডোম- Iron Dome

ডোম এর তৈরির প্রেক্ষাপট!

২০০৬ সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ যুদ্ধের পর ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র প্ররিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাথা জানায়। ২০১১ সালে ইসরায়েল প্রথম এই ডোম মোতায়েন করে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ