করোনার নতুনঢেউ ও আমাদের অগ্রযাত্রা

করোনার নতুনঢেউ এর কারণে গোটাবিশ্ব একভয়ংকর পরিস্থিতির সম্মুখীন।বিপর্যস্ত হয়ে পড়েছে প্রত্যেকটি খাত। মানুষের জীবনযাপনের স্বাভাবিকতাও ব্যাহত হয়েছে। বিপন্ন হয়ে পড়েছে বহুজীবন। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বাব্যবসা, কেউবা স্বজন।
ভাইরাসের নতুন নতুন ধরন এ অবস্থাকে করেছে আরো নাজুক।
করোনার প্রথম ঢেউ শেষে দ্বিতীয় ঢেউ, কোথাও কোথাও তৃতীয় ঢেউ চলছে। বাংলাদেশ সহ অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলমান থাকলেও ইউরোপের দেশগুলো এ মহামারির তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে নিজ নিজ করনীয় কাজগুলো সঠিক ভাবে করলে করোনার এর ঢেউ জয় করা অসম্ভব কিছু নয়। তাই একটি কার্যকর ভ্যাকসিন না আসা ও তা সকলের মাঝে যথাযথ ভাবে প্রয়োগ নিশ্চিত না করা পরযন্ত কঠোর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
করোনার নতুনঢেউ প্রভাবে বিশ্বের অনেক দেশের মতো অর্থনীতির নিষ্ক্রিয়তায় বাংলাদেশেও সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। নতুন স্বাভাবিক পরিস্থিতিতে নতুন চ্যালেন্জ মোকাবিলায় এখন বর্তমান গতানুগতিক শিক্ষাই শুধু যথেষ্ট নয়; বরং এ শিক্ষার সাথে যুক্ত করতে হবে কর্মমুখী ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান। তীব্র প্রতিযোগিতামূলক এ চাকরি যুদ্ধে নিজেকে রাখতে হবে সবচেয়ে এগিয়ে।

দেশের প্রথম শিক্ষা ও ক্যারিয়ার ভিত্তিক মাসিক প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স তরুণদের সে সমস্যা ও চ্যালেন্জ নিয়েই প্রতিনিয়ত কাজ করে চলেছে। দীর্ঘ ২৫ বছরের এ পথ চলায় আমরা পাঠকের চাহিদা ও আকাঙক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষা, বিসিএস সহবিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি ও ক্যারিয়ার গঠনে নানা আয়োজন অব্যাহত রেখেছি।এমনকি করোনার প্রতিকূলতাতেও পাঠকের ভালোবাসা ও সহযোগিতায় আমরা সময়োপযোগী নতুন নতুন আয়োজনে রয়েছি সমুজ্জ্বল।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum
করোনার এ দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে ঘরে থাকুন, পড়ুন কারেন্ট অ্যাফেয়ার্স। সেই সাথে পরিবর্তনশীল বিশ্ব ও নতুন বাস্তবতার চ্যালেন্জ মোকাবিলার প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখুন। আল্লাহহাফেজ।
জসিমউদ্দিন।