অন্যান্যসমাজ ও সংস্কৃতি

কোরবানী প্রচলন কিভাবে জেনে নিন?

কোরবানীর বিস্তারিত ইতিহাস জেনে নিন, হযরত ইব্রাহীম (আঃ) ও তার ছেলে ইসমাইল কে নিয়ে, যে ঘটনার মাধ্যমে মুসলমান ধর্মের কোরবানীর প্রচলন হয়।

কোরবানী প্রচলন -:- একজন বাবার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান।যখন তার সন্তান কষ্ট পায়। তখন বাবাও ঠিক তেমনি কষ্ট পায়।যদি কোন বাবাকে বলা হয়। তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানী করতে। তাহলে মনে হয় এই পৃথিবীতে এমন কোন বাবা খুজে পাওয়া যাবে না। যে তার প্রিয় সন্তানকে নিজের হাতে কোরবানী করতে পারবে।আমাদের মধ্যে যারা বাবা হয়েছেন। তারা হয়ত নিশ্চয় বুঝতে পারছেন যে, কাজটা কতটা কঠিক এবং কষ্ট দায়ক।

কোরবানী প্রচলন ত্র এক ঘটনা ঘটেছে:

আজ থেকে প্রায় হাজার বছর আগে । আল্লাহর এক প্রিয় নবী ছিলেন, যার নাম হযরত ইব্রাহীম (আঃ)। আল্লাহ তাকে কঠিন কঠিন পরিক্ষার মধ্যে ফেলে ছিলেন। আর সেই পরিক্ষায় তিনি সফল হয়ে ছিলেন। তবে হযরত ইব্রাহীম (আঃ) এর বিয়ের পর তিনি দোয়া করলেন, হে আমার রব? আমাকে একটি পুত্র সন্তান দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে একটি পুত্র সন্তানের সুখবর দিলেন। এবং সময় মত ইসমাইল নামক সন্তান, জন্মগ্রহণ করলেন। আর তিনি আনুমানিক ৬৪ বছর বয়সে, ইসমাইলকে জন্ম দিয়ে ছিলেন।আর আস্তে আস্তে আল্লাহর রহমতে ইসমাইল বড় হতে থাকেন।

বাবার প্রিয় পুত্র কোরবানী:

ইসমাইলের বয়স যখন আনুমানিক ১৪ বছর। তখন এক রাত্রে হযরত ইব্রাহীম (আঃ) স্বপ্নে দেখলেন। হঠাৎ গায়েবী আওয়াজ এসে বলছেন যে, এই ইব্রাহীম তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় কোরবানী দাও। স্বপ্নে দেখে তিনি চিন্তিত হলেন। যখন সকাল হলো, তখন তিনি তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় কোরবানী করে দিলেন। রাত্রিতে শোয়ার আগে মনে মনে ভাবলেন। আমি তো আল্লাহর রাস্তায় সব কিছু কোরবানী করলাম। আল্লাহ নিশ্চয় সন্তুষ্ট হয়েছেন। এই কথা ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আবার গায়েবী আওয়াজ আসলো, এই ইব্রাহীম? তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানী কর। সকালে উঠে তিনি, (১০০) একশত উট আল্লাহর রাস্তায় কোরবানী করলেন। পরের রাত্রে তিনি আবার স্বপ্নে দেখলেন, এই ইব্রাহীম? তুমি

 কোরবানী পশু Qurabanir cow picture

কোরবানী পশু Qurabanir cow picture

তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানী কর। সকালে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন। আর আল্লাহর দরবারে বললেন, হে আমার রব? এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জিনিস তো, আমার সন্তান ইসমাইল। তুমি কি এটা দেখতে চাও? আমি কাকে সবচেয়ে বেশি ভালবাসি? আমি তো তোমার জন্য হাজারও ইসমাইলকে, কোরবানী করতে পারি।

 

তারপর তিনি:

তখনি ফিলিস্থিন থেকে মক্কায় রওনা দিলেন। বাড়ী পৌছে তিনি তার স্ত্রী, হাজরাকে বললেন। আমার ছেলে ইসমাইলকে ভাল করে সাজিয়ে দাও। সুন্দর কাপড় পড়িয়ে দাও। খুশবো লাগিয়ে দাও। আমি ইসমাইলকে, আমার বন্ধুর কাছে নিয়ে যাবো। ইসমাইলকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে, খুশবো লাগিয়ে প্রস্তুত করে দিলেন। তারপর হযরত ইব্রাহীম (আঃ), তার প্রিয় পুত্র ইসমাইলের হাত ধরে, আল্লাহর রাস্তায় কোরবানী করার জন্য রওনা দিলেন।

রাস্তার মধ্যে হযরত ইব্রাহীম (আঃ), তার পুত্র ইসমাইলকে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কি জানো? আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তখন ইসমাইল বললেন, হে আমার বাবা। হ্যাঁ জানি, আপনি আমাকে আপনার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছেন। তখন উনার বাবা ইব্রাহীম (আঃ) বললেন, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানী করতে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে বলেছে, তুমি তোমার প্রিয় জিনিস কোরবানী করো। তোমার কি মতামত আমাকে বল? তখন ইসমাইল বললেন হে আমার বাবা, যদি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানী হতে হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে?

কোরবানী প্রচলন ত্র আদেশ করা হয়েছে:

আপনি তাই পালন করুন। আমি প্রস্তুত আছি। কিন্তু বাবা আমার একটা ইচ্ছা আছে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আমার হাত এবং পা দড়ি দিয়ে বেধে দিয়েন। আর আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে নিয়েন। কেননা, আমি জানি আপনি আমাকে অনেক ভালবাসেন। আমি যখন ছটফট করবো। তখন আপনি সেটা সহ্য করতে পারবেন না। এরপর আল্লাহর নবী হযরত ইব্রাহীম (আঃ) তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুয়ে দিয়ে হাত পা শুক্ত করে দড়ি দিয়ে বেধে এবার নিজের চোখ কাপড় দিয়ে বেধে নিলেন।

তারপর কোরবানী করার জন্য:

তলোয়ার বের করে  গলায় রেখে বললেন, হে আল্লাহ? আমি আমার প্রিয় জিনিস ইসমাইলকে। তোমার রাস্তায় কোরবানী করতে চলেছি। হে আল্লাহ যদি তুমি আমাকে লক্ষ লক্ষ ইসমাইল দিতা। তবুও আমি লাখও ইসমাইকে তোমার নামে উৎস্বর্গ দিতাম। আর এই বলে তিনি তখন সেই তলোয়ার ইসমাইলের গলায় চালাতে যাবেন। ঠিক সেই সময় আল্লাহ আদেশ দিলেন, জিব্রাইল তুমি যাও এবং জান্নাত থেকে একটি পশু নিয়ে ইসমাইলের জায়গায় শুয়ে দাও। ইব্রাহীম তার পরিক্ষায় সফল হয়েছে।

জিব্রাইল জান্নাত থেকে পশু নিয়ে ইসমাইলের জায়গায় শুয়ে দিলেন। আর হযরত ইব্রাহীম (আঃ) তলোয়ার চালাতে লাগলেন। যখন জবাই হয়ে গেল। তখন তিনি তার চোখের কাপড় খুলে দেখলেন। ইসমাইল সুস্থ্যভাবে উনার পাশে দাড়িয়ে আছেন। আর তার জায়গায় একটি পশু কোরবানী হয়ে গেছে। হঠাৎ গায়েবী আওয়াজ এসে বললেন তুমি সফল হয়েছ। তোমার এই কোরবানী আমি আল্লাহ, মানুষের জন্য চিহ্নিত করে রেখে দেব। তাই আজও লক্ষ লক্ষ মানুষ। সারা পৃথিবীতে আল্লাহর রাস্তায় হযরত ইব্রাহীম (আঃ) এর মত কোরবানী করে চলেছেন।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ