চোখের পলকেই মহাবিশ্বের বিষ্ময়কর ঘটনা!

মানুষের চোখের পলক ফেলতে সময় ব্যয় হয় গড়ে ০.২৫ সেকেন্ড।কিন্তু, এক চোখের পলকেই ঘটে যেতে পারে বহু বিষ্ময়কর ঘটনা! চোখের পলকেই মহাবিশ্ব জুডে ১৫,০০০ নক্ষত্রের জন্ম হয়।এবং বিস্ফোরিত হয় ৩০০ নক্ষত্র! আর জন্ম হয় ১,৫০,০০,০০০ ভবঘুরে গ্রহের! এই ০,২৫ সেকেন্ড আমাদের সূর্য ১৭,৫০,০০,০০০ টন হাইড্রোজেন পুড়িয়ে ফেলে! এবং উৎপাদিত হয় ৯৬,১০০,০০০,০০০,-০০০,০০০,০০০,০০০ জুল শক্তি!
চোখের পলকে মহাবিশ্বঃ
মহাশূন্যে জন্মগ্রহন করে ৩০ টি কৃষ্ণগহ্বর! ৫,২৭,২৫০ কিলোমিটার সম্প্রসারিত হয় আমাদের মহাবিশ্ব! আমাদের চোখের পলকের মধ্যেই আকাশগঙ্গা ছায়াপথ ২৫০ কিলোমিটার পথ ভ্রমণ করে এবং-সমপ্রসারিত হয় ১২৫ মিটার! অ্যান্ড্রোমিডা ছায়াপথ আমাদের আকাশগঙ্গা ছায়াপথের ২৭ কিলোমিটার নিকটবর্তী হয়! আলো ৭৪,৯৪৮ কিলোমিটার পথ অতিত্রুম করে।আমাদের দেহের ২,৯০,০০০ কোষের মৃত্যু ঘটে! এবং জন্মগ্রহন করে প্রায় সমসংখ্যক কোষ!

চোখের পলকে বিষ্ময়কর ঘটনাঃ
এইমাত্র আপনি চোখের যেই পলকটি ফেলেছেন ততক্ষণে-পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করেছে ২৮০,০০০ কিলোগ্রাম কার্বন ডাই-অক্সাইড।পৃথিবীর বিভিন্ন জঙ্গল থেকে কেটে ফেলা হয়েছে ৭টি বৃক্ষ। সাগর থেকে বাষ্পীভূত হয়েছে ৪০০,০০,০০০ লিটার পানি। ইন্টারনেটে প্রবাহিত হয়েছে ১,৮৬,৮০,০০০ মেগাবাইট তথ্য! তৈরি হয়েছে ১১টি নতুন স্মার্টফোন! মানুষ সারাজীবনে গড়ে প্রায় ৬৫,০০,০০০ বার পলক ফেলে।পরের বার চোখের পলক ফেলার আগে চোখ বন্ধ করে ঘটনাগুলো একবার ভাবুন!
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum