অন্যান্যটপ নিউজপারিবারিক সম্পর্ক

জমি লিখে নিয়ে বয়স্ক মা’কে বাড়ি থেকে বের করে দিলেন

জমি লিখে নিয়ে -:-  নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় ৮৬ বছর বয়স্ক এক বুড়ি মহিলা তার ছেলে ও ছেলের বউ’কে নিয়ে একসাথে সংসার করত। কিন্তু তার সন্তান ও পুত্রবধু বৃদ্ধমায়ের সম্পদ লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দেড় বছর আগে। এই ঘটনাটি ঘটার পর বৃদ্ধ মা’ ঐ বাড়িতে ১৫ দিন অবস্থানের পর চলে যান নৌকায় আশ্রয় নিতে। নৌকাটি ছিল বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটে। সেখানেই থাকছে এবং স্থানীয়দের দেয়া খাবারে চলছে বৃদ্ধ মা’র জীবন-যাপন।

কুড়িগ্রাম এলাকার স্থানীয়ওরা জানিয়েছেন, নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা বৃদ্ধ মা’  হলেন মায়া রাণী কুন্ডু (৮৬) এবং তার স্বামী মৃত কালিপদ কুন্ডু। তাদের দুই ছেলে ,ছোট ছেলের নামঃ উওম কুন্ডু (৪০) এবং বড় ছেলের নামঃ দেব কুন্ডু (৫০)। কয়েক বছর আগে তাদের ছোট ছেলে উওম কুন্ডু (৪০) বিয়ে করে অন্য জায়গায় সংসার করায় আরেক বড় ভাই ব্যবসায়ী দেব কুন্ডু মা’কে দেখাশোনার দায়বার গ্রহন করেন।

তিনি শহরের রুপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার বাসিন্দা।এরই মধ্যে দেব কুন্ডু গত দের বছরের মধ্যেই তার বৃদ্ধমা’র সাথে দুর্ব্যবহার শুরু করেন। এবং তিনি বৃদ্ধমা’কে ভরনপোষন দিতে নারাজ এবং তার বাড়ি থেকে এক সময় বের করে দেন। এই সময়ে্ ঐ গ্রামেরই বাসিন্দা অমিত সাহা।এসময় স্থানীয় অমিত সাহা মায়া রাণী কুন্ডু নামের ওই বৃদ্ধমা’কে  কয়েক মাস ভরনপোষন দায়বার গ্রহন করেন।

জমি লিখে নিয়ে
জমি লিখে নিয়ে

বৃদ্ধামায়া রাণী কুন্ডু জানান, প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ছেলে ও ছেলের বউ তাকে কোন দেখাশোনা খোঁজ খবর রাখেন না। বৃদ্ধমা’র ৫ শতাংশ জমি ছিল। অনেকদিন আগেই সেই জমি ছেলে ও ছেলের বউ বিভিন্ন কৌশলে তাদের নামে দলিল করে রাথেন। সেই জায়গাটাও কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেয় বড় ছেলে দেব কুন্ডু্। বৃদ্ধমায় রাণী কুন্ডু আরও বলেন এরপর থেকে আমার ছেলে ও ছেলের বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং এক সময়  আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তাদের খারাপ ব্যবহার সহ্য না করতে পেরে কিছুদিন এখানে-সেখানে ছিলাম। এখন আমার আর কোথাও যাওয়ার যায়গা নেই। এখানের স্থানীয়রা মাঝে মাঝে যা দেয় তাই খায় আবার যখন কেউ কিছু না দেয় তখন মাঝে মধ্যে না খেয়েই থাকতে হয়।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

এই ব্যাপারে আরও জানায় বৃদ্ধমায়া রাণীর বড় ছেলে দেব কুন্ডু তার ছেলের বউয়ের সঙ্গে ভাল সর্ম্পক না থাকায় তিনি নিজে থেকেই চলে গেছেন। এই বিষয়ে নিয়ে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, আমরা বৃদ্ধমায়া রাণীর সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাগোগ করবো এবং তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করবো।

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ