রাজনীতিসমাজ ও সংস্কৃতিসরকার

জাতীয় পরিচয়পত্র সংশোধনের নতুন পদ্ধতি জেনে নিন!

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে প্রথমে সার্চইন্জিনে … সার্চ করতে হবে। ফলে জাতীয় পরিচয়পত্রের অফিশিয়াল অয়েবসাইটির হোম পেইজ অপেন হবে।

জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য রেজিষ্টার করার পদ্ধতিঃ


জাতীয় পরিচয়পত্র সংশোধনের ১ম স্টেপঃ

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য হোম পেইজের মেনু অপশনে রেজিস্টার নামক মেনুতে ক্লিক করতে হবে। তারপর আপনার বাম পাশে অ্যাকাউন্ট নেই এই লেখার নিচে নীল রংঙের লেখা রেজিস্টার করুন এখানে ক্লিক করতে হবে। তারপর পরিচয় পত্রের নম্বরের বক্সে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। জন্মতারিখের জায়গায় জন্মতারিখ আবার ক্যাপচারের জায়গায় ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন-Register option
জাতীয় পরিচয়পত্র সংশোধন-Register option

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ২য় স্টেপঃ

সাবমিটে ক্লিক করার পর পেইজ পরিবর্তন হয়ে আসবে এবং সেখানে বর্তমান ও স্থায়ী ঠিকানার খালি ঘরগুলো বিভাগ, জেলা, উপজেলা দিয়ে পূরণ করতে হবে। তারপর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর নতুন পেইজ অপেন হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৩য় স্টেপঃ

সেখানে আপনার ফোন নম্বর দিয়ে বার্তা পাঠান অপশনে ক্লিক করতে হবে। বার্তাপঠান অপশনে ক্লিক করার পর আপনার ঐ নাম্বারে ছয় (৬) ডিজিটের নাম্বার আসবে এবং সেই কোড যাচাই করন কোড দেওয়ার বক্সে টাইপ করে, বহাল অপশনে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৪র্থ স্টেপঃ


তারপর নতুন একটা কিউরিকোড সহ পেইজ আসবে এবং তাতে বলা হবে যে, প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে … এপ্লিকেশনটি ইনস্টল করুন।

এন আই ডি কিউরিকোড-Nid Wallet Scanner to web browser
এন আই ডি কিউরিকোড-Nid Wallet Scanner to web browser

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য এন.আই.ডি ওয়ালেট অ্যাপ ইনস্টল করার পদ্ধতিঃ

এপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনার ফোনের গুগোল প্লে স্টোরে গিয়ে সার্চবারে টাইপক করুন  এন.আই.ডি ওয়ালেট এবং সার্চ করুন। এন.আই.ডি ওয়ালেট নামক এপ্লিকেশনটিতে ক্লিক করুন এবং তা ইনস্টলে ক্লিক করুন। তারপর ইনস্টল প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে। এন.আই.ডি ওয়ালেট এপ্লিকেশনটি অপেন করুন।

জাতীয় পরিচয়পত্র সংশোধনে এন.আই.ডি ওয়ালেট অ্যাপটির ব্যবহারঃ

  এন.আই.ডি ওয়ালেট নামক অ্যাপটি অপেন হওয়ার পর অটোমেটিক ফোনের ক্যামেরা অপেন হবে এবং আপনার উইনডোটে অপেন হয়ে থাকা কিউরিকোডটিকে জোম করে ক্যামেরা দিয়ে কিউরিকোডটি ফোকাস করুন। কিউরিকোড স্ক্যান করার প্রক্রিয়া শেষ হলে আপনার ফেস এর ভেরিফিকেশন দিতে হবে।

ফেস ভেরিফিকেশন-Face Varification by NID Wallet
ফেস ভেরিফিকেশন-Face Varification by NID Wallet

জাতীয় পরিচয়পত্র সংশোধনে এন.আই.ডি ওয়ালেট অ্যাপটি দ্বারা ফেস ভেরিফিকেশন পদ্ধতিঃ

আপনার এপ্লিকেশনটি দ্বারা অপেন হওয়া ক্যামেরার ফোকাস আপনার মুখমন্ডলে ধরতে হবে।প্রথমে আপনার মুখমন্ডলের সামনের অংশের ফোকাস করবে। তারপর আপনার মুখমন্ডলের ডান পাশে ফোকাস নিবে এবং সর্বশেষ আপনার মুখমন্ডলের বাম পাশের অংশ ফোকাস করবে এবং ফেস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ফেস ভেরিফিকেশন-Face Varification Complet and back browser
ফেস ভেরিফিকেশন-Face Varification Complet and back browser

জাতীয় পরিচয়পত্র সংশোধনে রেজিস্টার করার শেষ ধাপঃ

 ফেস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে নতুন পেইজ অপেন হবে তাতে অপশনাল মত করে আপনার ইউজার নেইম আর পাসওয়ার্ড ব্যবহার করতে বলবে। যদি ইউজার নেইম এবং পাসওয়ার্ড ব্যবহার না করেন তবুও কোন সমস্যা নেই তবে যদি আপনি চান ইউজার নেইম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে তাহলে আপনাকে ইউজার নেইম এবং পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপডেট অপশনে ক্লিক করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ব্যক্তিগত তথ্য পরিবর্তন পদ্ধতিঃ

ইউজার নেইম এবং পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপডেট অপশনে ক্লিক করার পর নতুন পেইজ অপেন হবে এবং তাতে আপনার প্রফাইল অপশনে ক্লিক করে আপনার প্রফাইলের ইনফরমেশন চেন্জ করার জন্য ইডিট নামের অপশনে ক্লিক করতে হবে। ইডিট অপশনে ক্লিক করার পর ফিস/চার্জ নামে একটা পপআপ আসবে।এই পপআপের বহাল অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করার জন্য যে তথ্য গুলো পরিবর্তন করবেন সেই বক্সে টিক চিহ্ন দিয়ে তা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর পরবর্তী স্টেইজে যাওয়ার জন্য উইনডোর উপরে ডান পাশে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ব্যক্তিগত তথ্য পরিবর্তন পদ্ধতি-Edit Personal Information
জাতীয় পরিচয়পত্র সংশোধনের ব্যক্তিগত তথ্য পরিবর্তন পদ্ধতি-Edit Personal Information

পরবর্তী পেইজে আপনার বর্তমান ইনফরমেশন এবং সংশোধনের জন্য আবেদন করার ইনফরমেশন গুলো শো করবে। যদি আপনার সংশোধন করা ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকে তাহলে আপনাকে পরবর্তী অপশনে ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফি দেওয়ার পদ্ধতিঃ

এই পরবর্তী অপশনে আপনাকে ট্রানজেকশনের অপশন দেখাবে। তারমানে আনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্দিষ্ট পরিমান ফি নির্বাচন কমিশন বাংলাদেশ অফিসের ঠিকানায় পাঠাতে হবে।

আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্দিষ্ট পরিমান ফি দেওয়ার জন্য আপনি কয়েকটি অপশন ফলো করতে পারেন যেমন, রকেট অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট ইত্যাদির মাধ্যমে। তবে আমি এখানে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফি দেওয়ার পদ্ধতি বর্ননা করবো।

রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফি দেওয়ার পদ্ধতিঃ

রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পরিচয়পত্র সংশোধনের নির্দিষ্ট পরিমান ফি দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে রকেট অ্যাপ ইনস্টল করতে হবে এবং আপনার রকেট অ্যাকাউন্টি সংযোগ করতে হবে।

বিল পে টু ই.সি বিডি-Bill Pay to EC BD Success
বিল পে টু ই.সি বিডি-Bill Pay to EC BD Success

তারপর আপনার রকেট অ্যাপটি অপেন করে বিল পে নামে অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে সার্চ বিলার জায়গাতে আপনাকে এক হাজার (১০০০) লিখে সার্চ করলে ইলেকশন কমিশন বাংলাদেশর ছবি সহ ই.সি. বাংলাদেশ নামে একটা অ্যাপ আসবে। সেই ইসি বাংলাদেশ অ্যাপে ক্লিক করতে হবে। তারপর বিল পে নামের খালি বক্সগুলো বিলার আইডি একহাজার (১০০০), বিলার নেইম ই.সি. বাংলাদেশ, এন আইডি নাম্বার ১০/১৬ ডিজিট এন আইডি নাম্বার দিয়ে, অ্যাপ্লিকেশন টাইপে এক (১) দিয়ে এবং পে ফর অপশনে সেল্ফ সিলেক্ট করে ভেলিডেট অপশনে ক্লিক করতে হবে।

তারপর আপনার নির্দিষ্ট পরিমান টাকা দেখিয়ে একটা পপআপ আসবে তাতে আপনার অকে অপশনে ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে। তারপর আপনার কনফার্ম বিল পে পেইজ শো করবে এবং তাতে আপনি সেভ দিস ইন দ্যা মাই বিলার লিস্ট ফর ফিউচার পেমেন্ট বক্সে টিক চিহ্ন দিতে পারেন। এটা না দিলেও চলবে। আবার আপনি বিলার শর্ট নেইমে আপনার শর্ট নাম ব্যবহার করতে পারেন। তারপর আপনার রকেট অ্যাকাউন্টের গোপন পিন কোড ব্যবহার করে টেপ অপশনে টেপ করে কিছুক্ষন ধরে রাখলে। আপনার টাকা ই.সি. বাংলাদেশ কর্তৃপক্ষ কেটে নিয়ে যাবে। ফলে ইনফ পপআপে বিল পে টু ই.সি. বাংলাদেশ সাকসেস্ দেখাবে। আপনাকে অকে অপশনে ক্লিক করে রকেট থেকে বের হয়ে আপনার এন আইডি সংশোধন ব্রাউজারে যেতে হবে। এবং দেখতে হবে যে ট্রানজেকশন অপশনে আপনার চার্জ করা টাকার পরিমান দেখাচ্ছে কিনা তবে চার্জ করা টাকার পরিমানটা দেখাতে একটু সময় লাগতে পারে।যদি দেখায় তাহলে পরবর্তী স্টেপে যাওয়ার পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।

ফি জমা- ট্রাফি জমা- ট্রানজেকশন-Transactionনজেকশন-Transaction
ফি জমা- ট্রানজেকশন-Transaction

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ধরনঃ

পরবর্তী অপশনে যাওয়ার পর আপনাকে আবেদনের ধরন পেইজ দেখাবে। আপনাকে আবেদনের ধরনে –জাতীয় পরিচয়পত্র সংশোধন অপশনটি সিলেক্ট করতে হবে। আবার বিতরনের ধরনে আপনাকে রেগুলার সিলেক্ট করতে হবে।এবং তারপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করে নতুন পেইজে যাবেন। এবং পরবর্তী স্টেপে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র বা নথি সরবরাহ করতে বলা হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রয়োজনীয় কাগজ পত্রঃ

জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রয়োজনীয় কাগজ Nid Duccument
জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রয়োজনীয় কাগজ Nid Duccument

যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে মোটামুটি অনেকগুলো কাগজপত্র দেওয়া লাগবে। যেমন, অনলাইন বার্থ সার্টিফিকেট, এস. এস. সি. সার্টিফিকেট, এস. এস. সি. এডমিট কার্ড, এইচ. এস. সি. সার্টিফিকেট, এইচ. এস. সি. এডমিট কার্ড, কোর্ট মেরিজের ডকুমেন্ট, এবং ছেলে মেয়ের অনলাইন বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট ইত্যাদি সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করতে হবে। এবং আপলোড করা ডকুমেন্ট গুলোর সর্বোচ্চ মেগাবাইট হতে হবে ১ মেগাবাইট। এর বেশি মেগাবাইটের ডকুমেন্ট আপলোড হবে না। প্রয়োজনীয় তথ্য আপলোড করা হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এবং নিশ্চিত করন এবং জমাদিন পেইজে আপনার আপলোড করা সকল ডকুমেন্টের নাম দেখা যাবে। যদি সব প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিক ভাবে দেখায় তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে সাবমিট অপশনে ক্লিক করুন।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum

আপনি যদি আবেদনটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিতে পারেন তাহলে আপনাকে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে পেনডিং এ থাকা আবেদনটির ভুল সংশোধন করে অ্যাপ্রভ করে দিবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আমাদের ইউটিউবে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ