দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী , চিরকুটে প্রেমিকের বিচার চাইয়া আত্ত্বহত্যা
মায়া দুই মাসের অন্তঃসত্ত্বা, চিরকুট লিখে প্রেমিকের বিচার চাইয়া গলায় ফাঁসি দিয়ে আত্ত্বহত্যা করেছেন

দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: আমার (ছদ্মনাম মায়া) পেটে নাহিদের (ছদ্মনাম) বাচ্চা।আমি তো বেচেঁ থেকে আমার প্রেমিক জীবনকে বিচার করতে পারলাম না।নাহিদের (প্রেমিক) মৃত্যুর পরে যেন কঠিন বিচার হয়।দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী মায়া প্রেমিক নাহিদের বিচার চাইয়া আত্মহত্যার আগে এইভাবেই চিরকুট লিখেছিলেন।
দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী ঘটনার সময় ও স্থান:
সোমবার সকাল বেলায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাগুলাট ইউনিয়নের চর নিতাইল পূর্বপাড়ার এলাকায় দুই মাসের অন্তঃসত্ত্বা মায়া আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন।নিহত কিশোরী মায়া কুমারখালী উপজেলার বিদ্যালয়ের (শালঘর মধুয়া হাজী আছিয়া খাতুন মাধ্যমি বালিকা বিদ্যালয়) নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।
এলাকাবাসী জানায় যে, প্রায় দুই বছর আগে একই এলাকার কলেজে (জহুরুল হাজী কলেজ) পড়ুয়া ছেলে নাহিদের সঙ্গে স্কুল ছাত্রী মায়ার প্রেম বা ভালবাসা হয়।তাদের ভালবাসার গভীরতা থেকে এক পর্যায়ে তারা শারীরিক মেলামেশায় জড়িয়ে পডেন। প্রায় দুই মাস পরে কিশোরী মায়া বুঝতে পারেন যে, সে দুইমাসের অন্তঃসত্ত্বা।এরপর নাহিদকে বিয়ে করার জন্যে অনেক চাপ দিতে থাকে।শনিবার রাতে জীবনের সাথে পালিয়ে যাওয়ার জন্য মায়া প্রস্তুতি নিয়ে রাখে।কিন্তু নাহিদ পালাতে রাজি ছিলেন না।তাই নাহিদ বিয়ে করতে এবং মায়া কে নিয়ে পালাতে রাজি না হওয়ায় মায়া রবিবারে সন্ধ্যার দিকে নাহিদের বাড়িতে চলে যায়।
স্কুলছাত্রীর আইনী পদক্ষেপ:
দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী মায়া জীবনের বাড়িতে যাওয়ার পরে জীবন ও তার পরিবারের সদস্যসহ মায়াকে উত্তম-মধ্যম করে নাহিদের বাড়ি থেকে বের করে দেয়।এরপর স্কুলছাত্রী মায়া নাহিদ ও নাহিদের পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বাশঁ গ্রাম পুলিশ ক্যাম্পে।পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে বলে স্কুলছাত্রী মায়া’কে আশ্বাস দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।

সোমবার সকালে বেলায় চিরকুটে প্রেমিক নাহিদের কথা ও বাচ্চার কথা জানিয়ে মায়ার নিজ ঘরে ওড়না গলায় বেধেঁ আত্মহত্যা করেন দুইমাসের অন্তঃসত্বা কিশোরী।
দুইমাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী নিহত কিশোরী মায়া’র মা বলেন যে, আমার একমাত্র এতিম মেয়ে। অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে বড় করেছি। আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের তিনি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চান যাতে ভবিষ্যতে এমন খারাপ কাজ আর যেন কেউ না করে।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum