অন্যান্য - ব্যবসা বানিজ্যটপ নিউজব্যবসা বানিজ্য

দোকানের সুন্দর নতুন নাম বের করার ১০টি টিপ্স জেনে নিন!

দোকানের সুন্দর নতুন নাম এর তালিকা ব্যবসার জন্য খোঁজা এবং পছন্দ মত একটা নাম বাছাই করা আমাদের জন্য অনেক কঠিক হয়ে পড়ে।আবার পছন্দের একটা নাম খোঁজে পেলেও দেখা যায় সেই নামটা ইতিমধ্যে অন্যজন তার দোকানের নামে ব্যবহার করতেছে।

অনেক সময় ব্যবসায়ের নতুন নাম নির্ধান করার পদ্ধতি অনুসরণ না করেই হুট করে একটা নতুন নাম নির্বাচন করে ফেলি। ফলে আমাদের ব্যবসার অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।যেমন তার ব্যবসার দোকানের নামে ডোমেইন কিনতে গেলে দেখা যায় যে সেই পছন্দ করা ডোমেইনটা খালি নেই।ফলে নতুন ইউনিক নাম পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আবার কেউ কেউ নতুন নাম দেওয়ার পর যখন বুঝতে পারে যে তার ব্যবসায় সম্পর্কিত দোকানের নামটি দেওয়া সঠিক হয়নি তখন সে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেয়।

তাই আপনার দোকানের নতুন নাম নির্বাচন করার বিস্তারিত গোপন কৌশল জানতে ১০টি বিষয় মনে রাখুন

 

দোকানের সুন্দর নতুন নাম নির্বাচন করার আগে আপনার করণীয়ঃ

সহজ ও ছোট নামঃ আপনার দোকানের নামটি অনেক সহজ ও ছোট হলে ভালো হয় যাতে গ্রাহক দোকানের নামটি খুব সহজেই উচ্চরণ করতে পারে এবং গ্রাহক সহজেই নাম মনে রাখতে পারে।

পণ্য সম্পর্কিত নামঃ আপনার দোকানের নামটি যদি আপনার ব্যবসায়ের পণ্য সম্পর্কিত হয় তাহলে অনেক ক্ষেত্রে ভালো হবে। কারণ আপনার দোকানের নামটি শুনে গ্রাহক আপনার সেবার কথা সহজেই অনুমান করতে পারবে।

ডাবলিকেট বা কপিঃ আপনার দোকানের নামটি যাতে অন্য দোকানের নামের সাথে মিলে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

অয়েবসাইটের নামঃ আপনার দোকানের নামটি দিয়ে যাতে আপনি সেইম ডোমেইন কিনতে পারেন সেই দিকেও খেয়াল রাখতে হবে।কারণ ভবিষ্যতে আপনার ডোমেইন প্রয়োজন পরতে পারে।

দোকানের সুন্দর নতুন নাম বের করার কৌশল বা পদ্ধতিঃ

দোকানের সুন্দর নাম খোঁজার কৌশল বা পদ্ধতিগুলো থেকে আপনি আপনার পছন্দের নাম খোঁজে বের করতে পারবেন।নিম্নে উদাহরণ ও আইডিয়া দেওয়া হলোঃ-

দোকানের পণ্য সম্পর্কিত নামঃ

আপনার ব্যবসায়ের পণ্য সম্পর্কিত নাম যেমন: আপনার দোকান যদি খাদ্য সম্পর্কিত হয়ে থাকে তাহলে ফুড বাজার,

আবার শার্ট, পেন্ট, জামা বানানো সম্পর্কিত হয় তাহলে দর্জি-বাড়ি, ইজি ফ্যাশন ইত্যাদি।

পুরাতন মোবাইল সার্ভিসিং করার জন্য দোকান হয় তাহলে মোইল সার্ভিসিং সেন্টার, আপনার নাম দিয়েও দিতে পারেন যেমন- রহিম মোবাইল সার্ভিসিং সেন্টার।

সমার্থক শব্দঃ

আপনার দোকানের নাম সমার্থক শব্দ দিয়েও রাখতে পারেন। যেমন, বস্ত্র বিতান, বিপণি, বিপণি-বিতান, আপণ জুয়েলার্স ইত্যাদি।

ইংরেজী নামঃ

বাটা, সিঙ্গার, এপেক্স, স্কয়ার, এবং ওয়ালটন ইত্যাদি।

ইসলাম ধর্মীয় নামঃ

তাওহীদ এন্টারপ্রাইজ, আল-ফাতাহ, বিসমিল্লাহ জেনারেল স্টোর, মদিনা ট্যাংক, হা-মীম গ্রুপ ইত্যাদি।

বাগধারা ভিত্তিক নামঃ

ইলাহি কান্ড, জমজমাট, চাঁদের হাট, ডুমুরের ফুল ইত্যাদি।

সাহিত্যিক নামঃ

কাশফুল, বনলতাসেন, রক্তজবা, ধানসিঁড়ি, নক্ষত্র, চিত্রা, সুরঞ্জন ইত্যাদি।

সংক্ষিপ্ত নামঃ

এসি আই, আরএফএল, পিএচপি, টিকে গ্রুপ ইত্যাদি।

নিজের নাম অনুসারেঃ

হাজী বিরিয়ানি, সাইফুর’স কোচিং সেন্টার, ওমর এন্ড ব্রাদার্স

ফেন্ডস সার্কেল, সোশ্যাল গ্রুপ এবং প্রশ্ন উত্তর ফোরামের মাধ্যমে নাম খোঁজাঃ

আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার আত্ত্বীয় স্বজন বা বন্ধু-বান্ধবদের নিকট থেকে নামের আইডিয়া নিতে পারেন।ফেসবুকে পোষ্ট করেও বিভিন্ন ফেসবুক ফেন্ডদের কাছ থেকেও মতামত নিতে পারেন।বিভিন্ন প্রশ্ন উত্তর ফোরামে বা সাইট যেমন:

আপডেটখবর.কম/ফোরাম

কোয়ারা

বিস্ময়

এন্সারবাংলা

উপরের ফোরামগুলোতে প্রশ্ন করে সঠিক উত্তর পেতে পারেন।

দোকানের সুন্দর নতুন নাম নির্বাচন ই-কমার্স সম্পর্কিতঃ

দোকানের সুন্দর নতুন নাম ই-কমার্স সম্পর্কিত
দোকানের সুন্দর নতুন নাম ই-কমার্স সম্পর্কিত
  • আমাদের শপ
  • পণ্যমালা
  • হাটবাজার
  • বিপণি
  • বাজারব্যাগ
  • চলোকিনি
  • সদাইপাতি
  • হিড়িক
  • হালখাতা
  • হাটবাজার
  • পণ্যগৃহ
  • হাটখোলা
  • পণ্যবিচিত্রা
  • পণ্যমালা
  • আপণচিত্রা
  • পসারমেলা
  • দেশের বাজার
  • থই থই
  • গ্রাম্য হাট
  • গ্রাম্য মেলা
  • দরদাম
  • কেনাকাটা

দোকানের নতুন নাম

দোকানের সুন্দর নতুন নাম ঔষধ সম্পর্কিত দোকান
দোকানের সুন্দর নতুন নাম ঔষধ সম্পর্কিত দোকান

 

  • দাওয়াই ফার্মেসী
  • মেসার্স ওমর ফার্মেসী
  • দাবাই ফার্মেসী
  • মেসার্স শাজাহান ফার্মেসী
  • দুই ভাই ফার্মেসী
  • ঢাকা ফার্মেসী

দোকানের নতুন নাম খাবার সম্পর্কিতঃ

  • ডিনার ক্লাব
  • রাজদরবার
  • ড্রিন ক্যাফে
  • খাদ্য গৃহ
  • ফুডশপ
  • স্বাদ বিচিত্রা
  • ফুড কোর্ট
  • বেস্ট ফুড

দোকানের নতুন নাম মুদির দোকান সম্পর্কিতঃ

দোকানের সুন্দর নতুন নাম মুদির দোকান সম্পর্কিত
দোকানের সুন্দর নতুন নাম মুদির দোকান সম্পর্কিত
  • পণ্যকুটির
  • পন্যগৃহ
  • নিত্যপণ্য
  • নিত্যসমাহা
  • দোকানদার
  • সদাইপাতি
  • সদাইঘর

দোকানের সুন্দর নতুন নাম মোবাইল সম্পর্কিতঃ

  • গেজেট রিপায়ার সার্ভিস (Gadget Repair Service)
  • বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং সেন্টার
  • রেডিয়েন্ট মোবাইল সার্ভিসিং সেন্টার
  • মোবাইল ডাক্তার
  • মোবাইল গুরু
  • ফাস্ট ট্রাক রিপেয়ার (Fast Track Repair)
  • ফাস্ট ফিক্সড (Fast Fix)

দোকানের নতুন নাম পোশাক সম্পর্কিতঃ

দোকানের সুন্দর নতুন নাম পোশাক সম্পর্কিত
দোকানের সুন্দর নতুন নাম পোশাক সম্পর্কিত
  • ফ্যাশন কর্ণার
  • নওরীন ফ্যাশন হাউজ
  • নৌমি ফ্যাশন হাউজ
  • বোরখা ফ্যাশন হাউজ
  • চাঁদনি ফ্যাশন
  • ড্রেসিফাই (Dressify)
  • ক্লোথিং প্লেস (Clothing Place)
  • ওভারলি প্লেস (Orderly Fashion)
  • ভিন্টেস কর্ণার (Vintage Corner)
  • ফরেস্টি ফ্যাশন (Frosty Fashion)

দোকানের সুন্দর নতুন নাম তালিকা ব্যবসা প্রতিষ্ঠানেরঃ

  • এগ্রো ইনচ (Agro Inc)
  • অরচিড (Orchid)
  • টাচ বেজ (Touch base)
  • হুয়াইট লিললি ইনচ (White-Lilly Inc)
  • এক্সটিক ইনচ (Exotic Inc)
  • হাইড্রা ইনচ (Hydra Inc)
  • সাঁজের বাতি
  • রেভআপ (Rev Up)

    এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে
    নিন: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ