অন্যান্য – লাইফস্টাইল ও বিনোদনবিনোদন

নবজাতক শিশু রাস্তায় পড়ে আছে , পাহাড়া দিচ্ছে কুকুর

মহা সড়কে পড়ে থাকা নবজাতক শিশু কে পাহাড়া দিচ্ছে রাস্তার কিছু কুকুর

নবজাতক শিশু রাস্তায় -:- সমাজে কিছু কিছু  মানুষ কতটা যে নির্দয় তা বাস্তব জীবনের কিছু কিছু  ঘটনা না দেখলে বুঝা যেত না৤ আইয়্যামে জাহিলার যুগে কন্ন্যা শিশুদের প্রতি মানুষের যে অবহেলার চিত্র দেখা গেছে তা বর্তমান যুগেও রয়েই গেছে৤ এইত কিছুদিন আগের ঘটনা দূর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে৤ আর এমনি একটা দিনে রাস্তার পাশে পড়ে কান্না করেছিলেন এক নবজাতক শিশু৤ তাকে আগলে রেখে পাহারা দিচ্ছে রাস্তার কিছু কুকুর৤ কোন এক বদ্রলোক বাচ্চাটির ছবি সহ গোটা ঘটনাটি লিখে সোশ্যাল সাইট ফেজবুকে পোষ্ট করেছেন।

নবজাতক শিশু রাস্তায় এর ঘটনাঃ

তিনি লিখেছেন সন্ধে সাড়ে সাতটা নাগাত মাসির ফোন আসে বদ্রলোকটির ফোনে৤ একটা রত্ন পেয়েছে বলে এবং পরে ঘটনা সব জানাচ্ছি বলেছেন এখন বাচ্চাটার সুষ্ঠু ব্যাবস্থ্যা করি৤

তারপর তিনি লিখেছেন রাত সাড়ে দশটা পরযন্ত আমি মাসিকে ফোন করি, ঘটনাটি জানার জন্য৤ মাসি আমাকে জানিয়েছেন যে, আমি (মাসি) এবং আমার এক বান্ধবী (মাসির বান্ধবী) বাজারে যাচ্ছিলাম, হঠাৎ সামনের এক গলির মোড়ে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে আমাদের দুজনের কানে৤ এগিয়ে গিয়ে দেখা মিলে এই ফুটফুটে বাচ্চাটির৤ বাচ্চাটিকে কয়েকটি কুকুর মিলে পাহাদারদের মত পাহারা দিচ্ছিল৤

পরবর্তিতে জানা গিয়েছে যে, বাচ্চাটিকে উদ্ধার করে সাগর দ্ত্ত হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই ভর্তি করা হয় সেই নবজাত শিশুটিকে৤ সাগর দ্ত্ত হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন যে, এই নবজাত শিশুটির বয়স মাত্র একদিন হয়েছে৤ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করা তথ্য অনুসারে বাচ্চাটিকে পরে বারাসাতের একটি হোমে পাঠানো হবে৤

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিনhttp://updatekhobor.com/forum

তিনি আরও জানিয়েছিলেন যে, যদি কোনও সহ্নদয়বান ব্যাক্তি এই শিশুটিকে পালিত পিতামাতা হিসাবে নিতে চান তাহলে হোম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং প্রচলিত নিয়ম অনুসরন করে বাচ্চাটিকে নিতে পারেন৤

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ