পাঁচ টিয়া পাখি বের করে দিল চিড়িয়াখানা
পাচঁ টিয়া পাখিকে চিড়িয়াখানা থেকে বের করে দিল। এই পাচঁ টিয়া পাখি খারাপ ভাষায় গালা গালি করে দর্শকদের

পাঁচ টিয়া পাখি -;- ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে পাচঁ টিয়া পাখি আছে। এরা এক সঙ্গে হলেই ‘গুজগুজ ফুসফুস’ করে আর খারাপ ভাষায় গালাগাল করে দর্শকদের।তারা এমন নোংরা কথা বলে যে যেগুলো কানেও সহ্য করতে পারেনা।ছোট বড় দর্শক যারাই সামনে যাচ্ছে তাদেরি টিয়া পাখিদের বকা শুনতে হচ্ছে। এরা অনর্গল ভাবে বাজে কথা বলে যাচ্ছে।
পাঁচ টিয়া পাখি ‘র নাম ও ঘটনাঃ
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এই পাচঁ টিয়া পাখির নাম এরিক, এলসি, টাইসন, জেড এবং বিল্লি।এরা এক সঙ্গে হলেই “ফুসফুস গুজগুজ” করে ছোট বড় সকল দর্শকদের গাল মন্দ করে।এরা কি ভাষায় এবং কি গালমন্দ করে তা অবশ্যই জানাযায়নি কর্তৃপক্ষ থেকে।
এই পাচঁ টিয়ার জন্ম স্থান হল আফ্রিকান বলে জানিয়েছেন পার্কের কর্তৃপক্ষ।এই পাচঁ টিয়া পাখি এমন খারাপ ভাষায় গাল মন্দ করে যে চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে আর রাখা সম্ভব বা উপায় নেই।তাই তাদের প্রত্যেকই আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং পাচঁ টিয়াকে এক সঙ্গে না রাখার পরিকল্পনা করা হয়েছে।
এক একটি টিয়া পাখিকে সঠিক ও শুদ্ধ ভাষা শিখানোর জন্য আলাদা আলাদা জায়গায় পাঠানো হয়েছে।তারা যতদিন না ভদ্র ভাষা ও ব্যাবহার না শিখবে ততদিন এই ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এই পাচঁ টিয়া পাখির আর জায়গা হবেনা।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum