
প্রজাপতি স্বাধীনতার প্রতীক -:- প্রজাপতি ইনসেক্টা শ্রেণীর অন্তর্গত এক ধরনের কীট।এদের শরীর অকর্ষণীয় উজ্জল রঙের হয়ে থাকে।বেশিরভাগ প্রজাপতির প্রজাতি দিবাচর বলে সহজেই মানুষের বা অন্যান্য প্রাণীর নজর কাড়ে।প্রজাপতির প্রকৃতিক সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর একটি।এরা একই সাথে সৌন্দর্য, প্রেম আর স্বাধীনতার প্রতীক।অনিন্দ্যসুন্দর এই পতঙ্গটির জীবনচক্র অত্যন্ত বিস্ময়কর।প্রথমে মা প্রজাপতি গাছের ডালে অথবা পাতার তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র ডিম পাড়ে।ডিম ফুটে ক্ষুদ্রাকৃতির ক্যাটারপিলার/শুঁয়োপোকার জন্ম হয়।এরা অত্যন্ত দ্রুতগতিতে পাতা ভক্ষণ করে পূর্ন বয়সে উপনীত হওয়ার চেষ্টা করে।নরম, মাংসল এই ক্যাটারপিলার পাখি এবং সরীসৃপ জাতীয় প্রাণীর প্রিয় খাবার।ফলে, আত্মরক্ষায় বিভিন্ন প্রজাতি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অর্জন করেছে।
প্রজাপতির গঠন প্রণালি:
কোন কোনটি দেখতে পাখির মলের মতো এবং দুর্গন্ধযুক্ত।আবার কোনটি রয়েছে বেদনাদায়ক কাঁটা।কোন কোনটি নিরাপত্তার জন্য তৈরি করে পাতার খোলস।পূর্নাঙ্গ অবস্থায় পৌঁছানোর পর শুঁয়োপোকার এক নাটকীয় পরিবর্তন ঘটে।এরা গাছের ডালে ঝুলে পড়ে।এবং শরীরের চারপাশে তৈরি করে শক্ত আবরণী বা কোকুন।কোকুনের অভ্যন্তরেই প্রায় ১০ দিন ধরে পরিবর্তনের কর্মযজ্ঞ চলতে থাকে।অতঃপর, শুঁয়োপোকা আবির্ভূত হয় প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হয়।এরা নেকটার খেয়ে জীবনধারণ করে, যা আহরিত হয় ফুল থেকে।ফুলে ফুলে উড়ে বেড়ানোর সময় এরা অসংখ্য ফুলের পরাগায়ন ঘটায়। প্রজাপতির মাথার প্রথম অংশে একটি গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে।প্রজাপতি প্রায় দশ ভাগে বিভক্ত দেহ।প্রজাপতির প্রায় শেষের ২-৩ অংশ যৌনাঙ্গের কাজে ব্যবহার হয়ে থাকে।প্রজাপতির ফলে, গাছের বংশবৃদ্ধি ত্বরাম্বিত হয়, জঙ্গল লাভ করে সমৃদ্ধি।

প্রজাপতির আকার ও গতি এবং শ্রেণী:
অন্যান্য পতঙ্গের তুলনায় প্রজাপতির পাখা প্রায় ১০ গুন বড়।ফলে, ডানার স্পন্দন ধীরগতির হলেও এরা অনায়াসে ভেসে থাকতে পারে।উপরন্ত, এদের বৃহৎ পাখা খুব দ্রুত দিক পরিবর্তনে সাহায্য করে।ফলে, প্রজাপতির গতি কম হলেও, এদের ধরা বেশ কষ্টসাধ্য।প্রথিবীতে ১৮ হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে এবং প্রজাপতি রয়েছে এবং প্রতিটির পাখার নকশা স্বতন্ত্র।পাখার নকশা এবং রঙ দেখেই এরা নিজের প্রজাতির সঙ্গীকে বেছে নিতে পারে।যখনই নারী পুরুষের সাক্ষাৎ ঘটে, এরা নান্দনিক নৃত্যে মেতে ওঠে।একে অপরের নাচে সন্তুষ্ট হলে, তবেই ঘটে মিলন। প্রজাপতির বৈজ্ঞানিক নাম: রোপালোকেরা (Rhopalocera) , এদের পর্ব: আর্থ্রোপোদা (Arthropoda), শ্রেণী: ইনসেক্টা (Insecta), এবং এদর বর্গ: লেপিডোপটেরা (Lepidoptera)

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum