চাকরিটপ নিউজসরকারি চাকরি

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১-Job Circular 2021

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনের বিষয়টি অনুধাবন করে বাংলাদেশ বন অধিদপ্তর আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেন।ঘন জনবসতি বনের উপর নির্ভরশীলতা, বনভূমি অতিমাত্রায় হ্রাস, বনভূমি জবরদখল, বনভূমি বিভক্তি, অবৈধ বৃক্ষ নিধন ও বন্যপ্রাণী শিকারের ফলে বনভূমি ও বনের জীববৈচিত্র্য আজ বিশাল হুমকির মুখে। এরূপ পরিস্থিতিতে বনের জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে বন অধিদপ্তর জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির ধরনঃ সরকারি চাকরি।

মন্ত্রণালয়ের ধরনঃ পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন।

প্রতিষ্ঠানের নামঃ বন অধিদপ্তর।

প্রতিষ্ঠানের ঠিকানাঃ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ, ঢাকা বনভবন, মহাখালী, ঢাকা-১২১২

আবেদনের জেলাঃ

ঢাকা বিভাগের জেলা = ঢাকা, গাজীপুর, মুন্সীগন্জ, মানিকগন্জ, নারায়নগন্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও কিশোরগন্জ জেলা গুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

সিলেট বিভাগের জেলা = সিলেট, হবিগন্জ, মৌলভীবাজার ও সুনামগন্জ জেলা সমুহর প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ময়মনসিংহ বিভাগ = ময়মনসিংহ , জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা সমুহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

কোটার ধরনঃ এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 

চাকরির পদের নামঃ (১)জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট (২) অফিস সহায়ক।

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিঃ

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি-Recruitment Notification
বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি-Recruitment Notification

বন অধিদপ্তরে নিয়োগ সংক্রান্ত শর্তাবলীঃ

নিয়োগ সংক্রান্ত শর্তাবলী-Terms of employment
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী-Terms of employment

বন অধিদপ্তরে অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ

বন অধিদপ্তরে আবেদনের নিয়মাবলী-Rules for online application
বন অধিদপ্তরে আবেদনের নিয়মাবলী-Rules for online application

 

আবেদনের ফি বা চার্জঃ টেলিটকের চার্জ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা চার্জ করা হবে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ (১) (H.S.C) বা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  (২) (S.S.C) বা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

প্রার্থীর শারীরিক গঠনঃ (১) উচ্চতা ১৬৩ সে.মি ও বুকের মাপ ৭৬ সে.মি। (২) সুস্বাস্থের অধিকারি হতে হবে।

প্রার্থীর অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।

প্রার্থীর দক্ষতাঃ প্রয়োজন নেই।

পদ সংখ্যাঃ (১) ০৬টি (ছয়)। (২) ৩৩টি (তেত্রিশ)

বেতন গ্রেডঃ  (১) গ্রেড-১৭ (জাতীয় বেতন স্কেল -২০১৫) । (২) গ্রেড-২০ (জাতীয় বেতন স্কেল -২০১৫)

বেতন স্কেলঃ  (১) ৯,০০০-২১,৮০০ টাকা। (২) ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের মাধ্যমঃ অনলাইন (Online).

আবেদন শুরুর তারিখ সময়ঃ ২২/০৯/২০২১ খ্রিঃ, সকাল ১০.০০ টা।

আবেদন শেষ তারিখ সময়ঃ ২১/১০/২০২১ খ্রিঃ, বিকাল ৫.০০ টা।

আবেদনের অয়েবসাইটঃ http://cfcc.teletalk.com.bd আগ্রহী প্রার্থীগণ এই টেলিটকের অ্যাড্রেসে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।

বিস্তারিত জানতে বন অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:  http://www.bforest.gov.bd/

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিনhttp://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ