টপ নিউজপ্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাশিক্ষা

বাংলাদেশের জনসংখ্যার সমস্যা (৬ষ্ঠ-৯ম শ্রেণীর রচনা)

বাংলাদেশের জনসংখ্যার সমস্যা-:- একটি দেশের জনসংখ্যা তার জন্য আর্শীবাদ। কিন্তু জনসংখ্যা সমস্যা বা অভিশাপে পরিণত হয় যখন এটি দ্রুত বৃদ্ধি পায় এবং জনগণ কর্মক্ষম না হয়।বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ।আয়তনের তুলনায় এর জনসংখ্যা অত্যন্ত বেশী।বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর ভূমির আয়তন সীমাবদ্ধ। তাই আমাদের দেশের জনসংখ্যা সমস্যা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়।

জনসংখ্যা বৃদ্ধির কারণ সমূহ নিম্নরূপঃ

অজ্ঞতা জনগণঃ  আমাদের দেশের অধিকাংশ লোক অজ্ঞ। তারা অধিক জনসংখ্যার সমস্যা সম্বন্ধে জানেনা। তাই পরিবার পরিকল্পনার মাধ্যমে জন্মহার নিয়ন্ত্রণের ব্যবস্থাসমূহ গ্রহণ করছে না।

বাংলাদেশের জনসংখ্যার সমস্যা কুসংস্কারে বিশ্বাসীঃ

কিছু গ্রাম্য এবং ধর্মীয় কুসংস্কার আমাদের জনগণকে পরিবার পরিকল্পনায় বাধা দান করে। তাই তারা পরিবার পরিকল্পনায় আগ্রহী হয়ে উঠে না।

বাংলাদেশের জনসংখ্যার সমস্যা বাল্য বিবাহঃ

বাংলাদেশের জনসংখ্যার সমস্যা
বাংলাদেশের জনসংখ্যার সমস্যা

আমাদের দেশের অধিকাংশ বালক বালিকা বয়সের পূর্ণতা লাভের পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির বিশেষ কারণ।

নারী শিক্ষার অভাবঃ

আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক মহিলারা দখল করে আছে। কিন্তু তারা শিক্ষিত নয়। ফলে তারা উচ্চ জন্মহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নয়।

অধিক জনসংখ্যার সমস্যাবলিঃ

যদি আমাদের জনসংখ্যা উচ্চহারে বৃদ্ধি পেতে থাকে তাহলে দেশকে এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। এটি অর্থনৈতিক উন্নতি এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে। দেশ এই বর্ধিত জনসংখ্যাকে উপুযক্ত খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সুবিধাদি দিতে ও জীবনের অন্যান্য মৌলিক চাহিদা পূরণে সমর্থ হবে না। বেকার সমস্যা আমাদের দেশের একটি বিরাট সমস্যা। বেকার হয়ে আমাদের যুবকেরা হতাশাগ্রস্ত হচ্ছে। তাই তারা বিভিন্ন সামাজিক অপরাধ করে। আবার এই জনসংখ্যা সমস্যা বিরাট যানজট সৃষ্টি করছে। এই যানজট আমাদের অনেক সময় নষ্ট করে। তাই অধিক জনসংখ্যা আমাদের দেশের জন্য বিরাট হুমকি স্বরূপ।

জনসংখ্যা বৃদ্ধির সমাধানঃ

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হলে যত শীঘ্র সম্ভব ম্নিলিখিত ব্যবস্থা গ্রহণ করা উচিত:

পরিকল্পনার মাধ্যমেঃ

পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যার জন্মহার রোধ করা উচিত। এটি এই সমস্যার প্রধান ফলপ্রসূ সমাধান।

জনগণকে শিক্ষিত করাঃ

বাল্য শিক্ষ্যা-Child Education
বাল্য শিক্ষ্যা-Child Education

করে তোলার জন্য আমাদেরকে অভিযান চালাতে হবে। এটি তাদেরকে পরিবার পরিকল্পনার মূল্য এবং অধিক জনসংখ্যার সমস্যা সম্পর্কে বুঝতে সাহায্য করবে।

সরকারি আইনঃ

সরকারি আইন দ্বারা বালবিবাহ বন্ধ করতে হবে। জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার রোধে জনগণকে উৎসাহী করতে বিভিন্ন উৎসাহমূলক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন
http://updatekhobor.com/forum

উপসংহারঃ

জনসংখ্যা সমস্যা সত্যিই আমাদের দেশের একটি বিরাট সমস্যা। তাই আমাদের সকলকে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে যথাযথ ব্যবস্থ গ্রহণ করা উচিত।

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ