খেলাফুটবল

বিশ্বকাপ ফুটবল খেলা ২ বছর পর পর আয়োজনের দাবী

বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় চার (৪) বছর পর পর।কিন্তু আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ২ বছর পর পর বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজনে প্রস্তাব দিয়েছেন। এবং ইউরো চ্যাম্পিয়নশিপও দুই বছর পর পর দেখতে চান কিংবদন্তি আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।

বিশ্বকাপ ফুটবল খেলার পরের বছর ইউরো চ্যাম্পিয়নশিপ, আবার ইউরো চ্যাম্পিয়নশীপের পরের বছর বিশ্বকাপ ফুটবল খেলা।এমনি এক প্রস্তাব করেছেন ফুটবল ফেডারেশন (ফিফা)’র গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। “এক বছরে বিশ্বকাপ ফুটবল, পরের বছরে ইউরো চ্যাম্পিয়নশীপ” আধুনিক বিশ্বের জন্য এটাই হতে পারে বিনোদনের জন্য যথার্থ বলে জানিয়েছেন গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।

Every two years, after football gameগ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন যে, বিশ্বকাপ ফুটবল ও ইউরো চ্যাম্পিয়নশীপ নিয়ে সবারই বেশি আগ্রহ থাকার কারনে উয়েফা নেশন্স লিগ আয়োজনের কোন যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন।আর্সেনাল ওয়েঙ্গার তার কোচিং ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন। গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব গ্রহন করেছিলেন।

Every two years, after football game
Every two years, after football game

অনেক সাফল্য-হতাশার  অধ্যায় পেরিয়ে লন্ডনের ক্লাব আর্সেনালের সঙ্গে সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন ২০১৮ তে।এই ফরাসি কোচ আর্সেনালের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে ৩টি ও এফএ কাপে ৭টি আরও অন্যান্য গুলো নিয়ে মোট ১৭টি শিরোপা জয় করেন।

আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকারের খেলাধুলা রয়েছে। সকল খেলার গুলোর মধ্যে আমি ফুুটবল বেশি পছন্দ করি। এটি ইংল্যান্ডে প্রথম খেলা হয়েছিল। এখন এটি বিশ্বের প্রায় সকল দেশেই খেলা করে। ফুটবল আমার প্রিয় খেলা। কারণ এর কিছু বিশেষ সুবিধাদি রয়েছে। এটি ক্রিকেটের মত ব্যয়বহুল নয়। এটি আমাদের প্রচুর আনন্দ দেয়। এটি একটি উত্তেজনাকর খেলা। এটি থেলোয়াড় এবং দর্শক উভয়কেই পুলকিত করে। এই খেলায় আহত হওয়ার ঝুঁকি থাকার সত্বেও সকলে এটিকে পছন্দ করে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ