
বিসিবি খেলোয়াড় নির্বাচন -:- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ভিন্ন স্টাইলে বয়স ভিত্তিকভাবে তরুন খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। করোনাভাইরাসের মহামারীর কারণে দেশের ক্রিকেটের শীর্ষস্থানীয় সংস্থায় এবার জনসমাগম এড়াতে ভিড়িও দেখে দেখে খেলোয়াড় নির্বাচন করবে।বিসিবি
কেই যদি জেলা থেকে এবং ঢাকা মেট্রো থেকে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৭ স্তরে প্রাথমিকভাবে নির্বাচনে অংশ গ্রহন করতে চায় তবে তাদের নিজেস্ব ভিড়িও ধারন করতে হবে।এই রেকর্ডকৃত ভিড়িও তাদের নিজেদের জেলা ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে।অথবা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বা জেলা এবং বিভাগীয় ক্রিকেট কোচের ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
কিভাবে তরুন ক্রিকেটারের ভিড়িও রেকর্ডিং করতে হবে তা (বিসিবি কর্তৃপক্ষ) নির্দিষ্ট করে দিয়েছেন।আগ্রহী তরুন ব্যাটসম্যানের জন্য বোলিং-এর শেষ থেকে ক্যামারাটি ধরে ভিড়িও করতে হবে।আবার আগ্রহী কোন তরুন বোলারকেও তার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিড়িও রেকর্ডিং করতে হবে।অর্থাৎ বোলারের জন্য ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে সামনে ও পিছন থেকেও ভিড়িও রেকর্ডিং করতে হবে।

ভিড়িও কিভাবে করতে হবে তার উপর ভিত্তি করে (বিসিবি) ভিড়িও ডেমো বিসিবির নিজেস্ব অফিসিয়াল ফেসবুক পেইজে আপলোড করেছেন।সেখান থেকে আগ্রহী তরুনদের ভিড়িও দেখে দেখে ভিড়িও তৈরির নিয়ম সম্পর্কে জেনে তারপর ভিড়িও তৈরি করতে বলা হয়েছে।
ক্রিকেট খেলা আসলেই ইংরেজদের খেলা। ক্রিকেট খেলার প্রথম শুরু হয় ইংল্যান্ডে। এই খেলাটি খুবই আনন্দ দায়ক কিন্তু এটি ব্যায়বহুল খেলা। এইত কিছু বছর আগেও ফুটবল খেলা জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এখন এই ক্রিকেট খেলাটি সারা বিশ্বে খেলছে।
ক্রিকেট খেলা বর্তমানে বাংলাদেশে খেলা হচ্ছে ব্রিট্রিশদের নিয়ম-কানুন অনুসরন করে। কিন্তু এটা অনেক সময় লেগেছে জনপ্রিয়তা অর্জন করতে। এখন সারা বিশ্বের মানুষদের কাছে অতি জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশের টিম বর্তমানে আইসিসি বোর্ডের পূর্নাঙ্গ সদস্য। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য আইকন হয়ে দাড়িয়ে আছে। ক্রিকেট একটি উত্তেজনা পূর্ণ খেলা। এই খেলাতে যদিও আনন্দ পাওয়া যায় কিন্তু এই খেলায় ব্যয়বহুল বেশি।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক এখানে দেওয়া হলো।
ফেজবুক ডটকম/bcbtigercricket/