বি.সি.এস মডেল ভাইভা ৪০ তম/BCS Model Viva

বি.সি.এস মডেল ভাইভা সম্পর্কে জানতে বিস্তারিত পড়ুনঃ
বি.সি.এস মডেল ভাইভার প্রাথীঃ আস্সালামু আলাইকুম। আসতে পারি, স্যার?
চেয়ারম্যানঃ জ্বি আসুন, বসুন।
প্রাথীঃ ধন্যবাদ স্যার।
চেয়ারম্যানঃ Please tell us something about yourself.
প্রাথীঃ I am Jain Hasan from panchagarh. My fathar’s namre is Hatem Islam and he is a school teacher. My mother’s name is Ismat Ara who is a housewife. I completed my SSC and HSC in 2009 and 2011 respectively. I achieved my BSS and MSS degree in International relations from university of Dhaka.
চেয়ারম্যানঃ বাংলাদেশের ৩ জন রাষ্ঠপতির নাম বলুন।
প্রাথীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং মো.আবদুল হামিদ।
চেয়ারম্যানঃ ৬ দফা সম্পর্কে কী জানেন।
প্রাথীঃ ৬ দফাকে বাঙ্গালির মুক্তির মহাসনদ বলা হয়। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন পৃর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিক্ষার দাবি সংবলিত ৬টি দফা ভিওিক যে দাবি পেশ করেন, ইতিহাসে তা ৬ দফা নামে খ্যাত।
চেয়ারম্যানঃ ৬ দফা দিবস কবে?
প্রাথীঃ ৭ জুন ৬ দফা দিবস হিসাবে পালিত হয়।
পরীক্ষক-১ঃ সম্প্রতি ইসরায়েল ফিলিস্তনের গাজায় যে আগ্রাসন চালায় এ সম্পর্কে কিছু বলুন।
প্রাথীঃ ১৩ এপ্রিল ২০২১ ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতের সূএপাত হয়। মূলত, মধ্যপ্রাচ্যর বিষফোঁড়া ইসরায়েলের ফিলিস্তিন ভূখন্ডে অবৈধ বসতি স্থাপন ও মুসলমানদের পবিত্রতম স্থান আল আকসা মসজিদের নিয়্ন্ত্রণ নিয়ে উত্তেজনা শুরু হয়।১০ মে ২০২১ টানা বিমান হামলা শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী এবং পাল্টা জবাবে হামাসও হামলা চালায়। টানা ১১ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর ২০ মে ২০২১ মিসরের মধ্যস্থতায় দু’পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে।

পরীক্ষক-১ঃ A Promised Landবইটির লেখক কে?
প্রাথীঃ ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পরীক্ষক-২ঃ বাংলাদেশের সংবিধানের কোথায় জাতির পিতা শব্দের উল্লেখ আছে?
প্রাথীঃ বাংলাদেশের সংবিধানের ৪ক ও ১৫০(২)নং অনুচ্ছেদ এবং পঞ্চম ও ষষ্ঠ তফসিলে উল্লেখ আছে।
পরীক্ষক-২ঃ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে কয়টি দাবি ছিল ও কী কী?
প্রাথীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চে ভাষণে ৪টি দাবি ছিল।সেগুলো হলো-
ক. সাময়িক আইন প্রত্যাহার করতে হবে।
খ. সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
গ. নিহত ব্যক্তিদের হত্যার বিষয়ে সুষ্ঠ তদস্ত করতে হবে এবং বিচার করতে হবেও
ঘ. নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
পরীক্ষক-১ঃ USSR ‘র পৃর্ণরুপ কী?
প্রাথীঃ Union of sovitet Socialist Republice.
পরীক্ষক-২ঃ ত্রিুমিয়া কোথায় অবস্থিত?
প্রাথীঃ কৃষ্ণসাগরের উত্তরে অবস্থিত ইউত্রেুনের উপদ্বীপ।
পরীক্ষক-১ঃ De factor ও De jure বলতে কী বোঝেন?
প্রাথীঃ De factoবলতে প্রকৃত অবস্থাকে বোঝায়। অন্যদিকে De jure বলতে আইন বা বিধিসম্মত বোঝায়।
পরীক্ষক-২ঃ ন্যায়পাল সম্পর্কে কী জানেন?
প্রাথীঃ সুইডিশ শব্দOmbudsmanশব্দের অর্থ ন্যায়পাল।১৮০৯ সালে সুইডেনে প্রথম ন্যায়পাল পদ প্রতিষ্ঠা করা হয়।বাংলাদেশের আইন সংবিধানে ৭৭নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বর্ণিত হয়েছে।
পরীক্ষক-১ঃ IMF ‘র রিজার্ভ মুদ্রার নাম বলুন।
প্রাথীঃ বর্তমানেIMF ‘র রিজার্ভ মুদ্রার সংখ্যা ৫টি।মুদ্রাগুলো-মার্কিন ডলার, ইয়েন, ইউরো, ব্রিটিশ পাউন্ডা স্টার্লিং ও ইউয়ান।

পরীক্ষক-১ঃ ’পাকিস্থান প্রস্তাব’ সম্পর্কে বলুন?
প্রার্থীঃ পাকিস্তান প্রস্তাব’ নামে কোনো প্রস্তাব ছিল না। ১৯৪০ সালে ২৩ মার্চ শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক উস্থাপিত ভারতীয় উপমহাদেশে বসবাকারী মুসলীমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি সংবলিত প্রস্তাবটি লাহোর প্রস্তাব নামে খ্যাত। মূল লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটির উল্লেখ ছিল না।কিন্তু তবুও ১৯৪৬ সালে প্রস্তাবটিকে পাকিস্তান প্রস্তাব নামকরণ করা হয়।
পরীক্ষক-২ঃ নভোথিয়েটার কী?
প্রাথীঃ স্যার, এখানে নভোমন্ডলের বিষয়বস্তুকে প্রাণবন্ত করে দেখানো হয় বা মহাকাশকে জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়।
চেয়ারম্যানঃ প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায় ছিল?
প্রাথীঃ ভারতের কলকাতাস্থ ৮ নম্বর থিয়েটার রোডে।
বি.সি.এস মডেল ভাইভা ’র চেয়ারম্যানঃ আচ্ছা, আপনি এবার আসুন।
প্রাথীঃ ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum