ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন বিস্তারিত জেনে নিন

ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন- শীতের মৌসুমের শুরু থেকেই খুব জনপ্রিয় পরিচিত খেলা হল ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা শহর বা গ্রামের উভয় অঞ্চলেই দেখা যায়।
ব্যাডমিন্টন খেলার চাহিদা বর্তমানে সারা বিশ্বেই ব্যাপক রয়েছে। এই খেলাটির প্রবণতা প্রায় সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। এই খেলাটির মধ্যে ছেলে-মেয়ের কোন বৈষম্য না থাকার কারণে খেলাটির জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পাচ্ছে। এই খেলাটির প্রকাশ ঘটে ১৮৭৩ সালে ইংল্যান্ডের একটি রাজ্য গ্লুচেষ্টারশায়ার।
এই রাজ্যের একটি গ্রামের নাম ব্যাডমিন্টন এবং এই গ্রামের নাম অনুসারেই এই খেলার নামকরন করা হয় ব্যাডমিন্টন। এই খেলাটি আস্তে আস্তে জনপ্রিয়তা বৃদ্ধিপায় এবং সব বয়সী খেলোয়ার এই খেলাটা খেলতে পারে আবার সব বয়সী দর্শকরা এই খেলা উপভোগ করতে পারে। ফলে ধীরে ধীরে খেলাটি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে।
ব্যাডমিন্টন এসোসিয়েশনঃ
এই ব্যাডমিন্টন খেলাটির জনপ্রিয়তার ফলে ১৮৯৩ সালে ব্যাডমিন্টন এসোশিয়েশন গঠন করা হয়। ফলে ব্যাডমিন্টন খেলাটির একটি নিয়ম কানুনের আওতায় আনা হয়। যদিও এই খেলার অনেক নিয়ম কানুন আছে কিন্তু আমাদের দেশে অনেকেই এই খেলার নিয়ম কানুন জানে না এবং খেলাটির নিয়ম কানুন জানলেও যথাযথ ভাবে অনুসরণ করে না।
ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুনের বিস্তারিতঃ
ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন ১৯৩৮ সালে প্রথম ধার্য করা হয়।এরপর সময়ের সাথে সাথে এই খেলার বিভিন্ন নিয়ম কানুন সংশোধিত হয় এবং বর্ধিত হয়। ফলে ১৯৮৩ সালে ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুনের পূর্ণতা লাভ করে।

ব্যাডমিন্টন খেলার কোর্টঃ
ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুনের মধ্যে সর্বপ্রথম যে নিয়মটি অনুসরণ করা হয় তা হলো কোর্ট। এই ব্যাডমিন্টন খেলার জন্য একটি নির্দিষ্ট কোর্ট করা হয়। এবং এই কোর্টটি আয়তাকার হয়ে থাকে।
ব্যাডমিন্টনের একক ম্যাচের নিয়মঃ
- প্রস্থঃ ১৭ ফুট রাখতে হবে।
- দৈর্ঘ্যঃ ৪৪ ফুট রাখতে হবে।
ব্যাডমিন্টনের দ্বৈত ম্যাচের নিয়মঃ
- প্রস্থঃ ২০ ফুট রাখতে হবে।
- দৈর্ঘ্যঃ ৪৪ ফুট রাখতে হবে।
কোর্টটিকে আলাদা করার জন্য সাদা চুর্ণ বা সাদা রং অথবা হলুদ রং দিয়ে দাগ বা রেখা টানতে হয়। কোর্টটির মাঝখানে ৫ ফুট এক ইঞ্চি উচ্চতার একটি নেট বা জাল ব্যবহার করা হয়।
ব্যাডমিন্টনের মাঠ প্রজ্বলনঃ
এই খেলাটির সময় হল সকাল, বিকাল ও রাত্রে। কিন্তু এই খেলাটি প্রায় সকলেই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত খেলে থাকেন। আবার কেউ কেউ সাকালে অথবা বিকেলেও খেলে থাকেন।
খেলাটি রাত্রে খেলার জন্য মাঠে পর্যপ্ত আলো থাকার দরকার।
ব্যাডমিন্টন খেলার নেট বা জালঃ
ব্যাডমিন্টন খেলার নেট বা জাল কালো বা রঙিন রশি বা মোটা সূতা দিয়ে তৈরি করতে হবে।
- নেট বা জালের উচ্চতা হতে হবে ২.৫ ফুট।
- নেট বা জালের প্রস্থ্য হতে হবে ২০ ফুট।
- সাদা টেপ বা কাপড় দিয়ে নেট বা জালের উপরের প্রান্তে এটেঁ দিতে হবে।
ব্যাডমিন্টনের দন্ডঃ
ব্যাডমিন্টনের দন্ডটি কুটির মত কাজ করবে। কোর্টে জাল আটকে রাখতে এটি ব্যবহার করা হয়ে থাকে।
- দন্ডের উচ্চতা হতে হবে ১.৫৫ মিটার।
- দন্ডের প্রশস্ত হতে হবে ৪০ মিটার।
ব্যাডমিন্টনের শাটলঃ
ক্রিকেট খেলার জন্য যেমন বল প্রয়োজন তেমনি ব্যাডমিন্টন খেলার জন্য শাটল প্রয়োজন। শাটল হল ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন এর অত্যাবশ্যকীয় বস্তু। বস্তুটি দেখতে গোলাকার এবং নরম পেন্সিলের রাভারের মত। শাটলের সাথে পাখির পালকের মত ভিন্নি পাখির পালক লাগানো থাকে, যা পালকের সাহায্যে কর্কটি একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। শাটলের ওজন ৪.৭৪ থেকে ৫.৫০ গ্রামের হয়ে থাকে।

ব্যাডমিন্টন খেলার র্যাকেটঃ
ক্রিকেট খেলার জন্য যেমন ব্যাটের প্রয়োজন তেমনি র্যাকেট খেলার জন্য র্যাকেট নামক একটি ব্যাটের প্রয়োজন, যা দ্বারা কর্কটিকে আঘাত করতে হয়। র্যাকেটের উপরিভাগ সমতল হয়ে থাকে। র্যাকেটটির দৈর্ঘ্য হতে হবে ৬৮ সেন্টিমিটার এবং প্রস্থ্য হতে হবে ২৩ সেন্টিমিটার।
ব্যাডমিন্টন খেলার নিয়ম হল ৫টিঃ
- মহিলা এককঃ মহিলা একক খেলায় ২ জন মহিলা খেলোয়াড় একটি ম্যাচে অংশগ্রহণ করতে পারে।
- পুরুষ এককঃ পুরুষ একক খেলায় ২ জন পুরুষ খেলোয়াড় একটি ম্যাচে অংশগ্রহণ করতে পারে।
আবার,
- মহিলা দ্বৈতঃ মহিলা দ্বৈত খেলায় ৪ জন মহিলা খেলোয়াড় একটি ম্যাচে অংশগ্রহণ করতে পারে।
- পুরুষ দ্বৈতঃ পুরুষ দ্বৈত খেলায় ৪ জন পুরুষ খেলোয়াড় একটি ম্যাচে অংশগ্রহণ করতে পারে।
- মিশ্র ম্যাচঃ যদি দুই দলের খেলোয়াড় একত্রিত হয়ে একটি ম্যাচ খেলে তাহলে সেই ম্যাচটির নাম হবে মিশ্র ম্যাচ।
ব্যাডমিন্টন খেলার টসঃ
ব্যাডমিন্টন খেলায় পক্ষ ও প্রতিপক্ষদের মধ্যে দুই জন অধিনায়কদের নিয়ে এই টস সংগঠিত হয়। যে পক্ষ টসে জিতবে তারাই…
- ব্যাটকরার আগে শুরু করার সুযোগ পাবে।
- কোন সাইডে বা পাশে খেলবে তারা তা নির্ধারণ করার সুযোগ পাবে।
ব্যাডমিন্টন খেলার টস-Badminton toss
ব্যাডমিন্টন খেলার পয়েন্টঃ
- একটি খেলায় ৩টি ম্যাচ হয়ে থাকে ২১ পয়েন্টের।
- র্যালি জয়ী দলের পক্ষে একটি পয়েন্ট স্কোরে যোগ করা হয়।
- ১৫ পয়েন্ট খেলা জয়ী হবে, যদি ১৩ পয়েন্ট করে সমান সমান থাকে।
- যে দল আগে ১৩ পয়েন্ট করতে পারবে সেই দল ৫ পর্যন্ত সেটিং করার সুযোগ লাভ করবে।
- উভয় দলের পয়েন্ট সমান সমান হলে ৩ পর্যন্ত সেটিং করার সুযোগ পাবে।
- দ্বৈত ম্যাচের সময় যে দল আগে সার্ভিস করবে সে বিপক্ষের ডানদিকের খেলোয়াড় কোনাকুনি কোর্টেও মধ্যে সার্ভিস করবে।
- বিপক্ষের যে খেলোয়াড়কে সার্ভিস বা সাফ করা হবে শুধু মাত্র সেই খেলোয়াড়ই সাফ গ্রহণ করবে।
- কোন খেলোয়াড়ই দুইয়ের অধিক সার্ভিস করতে পারবে না।
ব্যাডমিন্টন খেলায় র্যাকেট ধরাঃ
এই খেলায় র্যাকেট ধরা খেলার নিয়ম কানুনের মধ্যে অন্যতম একটি দিক। র্যাকেট ধরাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে।
- নতুনদের জন্য ফোরহ্যান্ড পদ্ধতি। এটি নতুনদের জন্য প্রযোজ্য কারণ এটি খুব সহজ নিয়ম।
- অভিজ্ঞদের জন্য ব্যাকহ্যান্ড পদ্ধতি। এটি অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য প্রযোজ্য কারণ এটি খুব কঠিন নিয়ম।
ব্যাডমিন্টন খেলার র্যাকেট-Badminton racket
ব্যাডমিন্টন খেলায় দিক পরিবর্তনঃ
ব্যাডমিন্টন খেলায় অন্যতম নিয়ম হল পক্ষ ও প্রতিপক্ষদের মধ্যে দিক পরিবর্তন করা। প্রতিটি পয়েন্টের পর পক্ষ ও প্রতিপক্ষদের মধ্যে দিক পরিবর্তন করতে হবে। এবং সার্ভিস কোর্ট বদল করতে হবে।
অনেক সময় ব্যাডমিন্টন খেলায় নিয়ম কানুন ভঙ্গের দিকে চলে যায় কারণ বিভিন্ন ধরণের ভুল খেলা যেমন শাটলের তলায় প্রাথমিক সংযুক্তির জন্য আঘাত না করা।সার্ভিসের সময় যদি শাটল নেট বা জালের উপরে দিয়ে না গিয়ে বা শর্ট সার্ভিস লাইনের বাইরে পড়ে তাহলে এই সব কমন ভুল সার্ভিস হিসেবে বিবেচনা করতে হবে।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum