ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি-:- ব্র্যাক এনজিও নিয়োগ সংগঠনটি বাংলাদেশ ও বাহিরের দেশের প্রমাণ-ভিত্তিক কর্মসূচী তৈরিতে একটি বৈশ্বিক নেতা এবং সংগঠনটির উপদেষ্টা কতৃক ধারাবাহিক ভাবে গত অর্ধদশক ধরে বিশ্বে ১ নাম্বার এনজিওতে স্থান পেয়েছে। ব্যাক সংগঠনটি সামাজিক উন্নয়ন কর্মসূচি, মানবিক প্রতিক্রিয়া, সামাজিক উদ্যেগ, সামাজিক ভাবে দায়িত্বশীল বিনিয়োগ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বৈষম্যের ব্যবস্থা পরিবর্তনের জন্য সর্বদায় সহযোগিতা করে আসছে।
ব্র্যাক সংগঠনটি সামাজিক উন্নয়ন কর্মসূচি, মানবিক প্রতিক্রিয়া, সামাজিক উদ্যেগ এবং সামাজিক ভাবে দায়্ত্বিশীল বিনিয়োগের উদ্দেশ্যে ব্র্র্যাক এনজিও ২টি শূন্যপদ সমূহে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণকরার লক্ষ্যে যোগ্য প্রার্থীগণকে আবেদন করার আহ্ববান জানিয়েছেন।
চাকরির ধরনঃ বেসরকরি।
মন্ত্রণালয়ের ধরনঃ ব্র্যাক হেড অফিস।
চাকরির প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক সংগঠন।
প্রতিষ্ঠানের ঠিকানাঃ ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।
আবেদনের জেলাঃ দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
কোটার ধরনঃ উল্লেখ্য নেই।
চাকরির পদের নামঃ উপ -ব্যবস্থাপক, প্রকল্প উন্নয়ন ও বিশ্লেষণ, সড়ক নিরাপত্তা কর্মসূচি।
আবেদনের ফি বা চার্জঃ উল্লেখ্য নেই।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/মাস্টার্স/বিবিএ/এমবিএ
প্রার্থীর শারীরিক গঠনঃ কোন নির্দিষ্ট করা নেই।
প্রার্থীর বয়সঃ ১৮-৩৫ বছর।
প্রার্থীর অভিজ্ঞতাঃ এনজিও-তে অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর দক্ষতাঃ ৩ বছরের দক্ষতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ ২টি পদসংখ্যা।
বেতন গ্রেডঃ উল্লেখ্য নেই।
বেতন স্কেলঃ আলোচনা সাপেক্ষে।
আবেদনের মাধ্যমঃ অনলাইন (Online).
আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ২২/০৯/২০২১ খ্রিঃ।
আবেদন শেষ তারিখ ও সময়ঃ ১০/১০/২০২১ খ্রিঃ।
আবেদনের অয়েবসাইটঃ http://careers.brac.net/Presentation/eRecruitmentApplyjob.aspx
আগ্রহী প্রার্থীগণ এই অ্যাড্রেসে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
বিস্তারিত জানতে ব্র্যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: http://www.brac.net/work-for-brac
ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১-BRAC NGO Recruitment Circular-2021




ব্র্যাক সংগঠনটি সামাজিক উন্নয়ন কর্মসূচি, মানবিক প্রতিক্রিয়া, সামাজিক উদ্যেগ এবং সামাজিক ভাবে দায়্ত্বিশীল বিনিয়োগের উদ্দেশ্যে ব্র্র্যাক এনজিও ২টি শূন্যপদ সমূহে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণকরার লক্ষ্যে যোগ্য প্রার্থীগণকে আবেদন করার আহ্ববান জানিয়েছেন।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum