রোগ ও ঔষধস্বাস্থ্য

ভয়ংকর মাদক LSD কিভাবে হলো জেনে নিন!

ভয়ংকর মাদক LSD  ১৫ মে ২০২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের সূত্র ধরে নতুন করে আলোচনায় আসে কুখ্যাত এক মাদক। এই মাদকের ইংরেজী ফুল নাম –Lysergic acid diethylamide বা LSD. ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে LSD-কে নিষিদ্ধ মাদকের তালিকায় রাখা হয়। ১৫ জুলাই ২০১৯ বাংলাদেশে প্রথম বারের মতো LSD’র একটি চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)

ভয়ংকর মাদক LSD কী?

LSD-মাদক
LSD-মাদক

Lysergic acid diethylamide (LSD) নামক রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ, যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরণের ছত্রাক থেকে তৈরি হয়। এটি পাউডার, তরল এবং ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়। সাধারণত ব্লটিং পেপারের ওপরে এই তরল মাদক ফেলে সেই কাগজ শুঁকে নেশা করে মাদকাসক্তরা।এটি মানুষের মস্তিষ্কের সেরোটোনিন নামক রাসায়নিকের কারযক্রম প্রভাবিত করে, যার ফলে মানুষের দৃষ্টিভ্রম হয় অর্থাৎ এমন দৃশ্য দেখে যা সাস্তবে নেই।

LSD আবিষ্কার ও নিষিদ্ধ করনঃ

ভয়ংকর মাদক LSD
ভয়ংকর মাদক LSD

১৯৩৮ সালে এগট নামের এক ধরনের ছত্রাক থেকে ওষুধ তৈরির গবেষণা করতে গিয়ে সুইস রসায়নবিদ আলবার্ট হফম্যান তৈরি করেন LSD, যা নিয়ে পরবর্তীতে নানা রকম গবেষণা হয়। ১৯৭১ সালে জাতিসংঘ চিকিৎসার কাজে LSD ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিলে এ বিষয়ে গবেষণায় ভাটা পড়ে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিনhttp://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ