মঙ্গলগ্রহে মানুষ বসবাস করার আগ্রহ প্রকাশ করছে?
গত কয়েক যুগে পৃথিবীর মতো বহু গ্রহ আবিষ্কৃত হয়েছে। কিন্তু, সেগুলোর অবস্থান অকল্পনীয় দূরে। বিশ্বাস করুন বা নাই করুন, মঙ্গলগ্রহ’ই মানুষের বসবাসের ক্ষেত্রে সবচেয়ে ভাল প্রাথী।

মঙ্গলগ্রহে কি মানবজাতির পরবর্তী গন্তব্য গ্রহ হবে? গত কয়েক যুগে পৃথিবীর মতো বহু গ্রহ আবিষ্কৃত হয়েছে। কিন্তু, সেগুলোর অবস্থান অকল্পনীয় দূরে। বিশ্বাস করুন বা নাই করুন, মঙ্গলগ্রহ’ই মানুষের বসবাসের ক্ষেত্রে সবচেয়ে ভাল প্রাথী।কিন্তু, বর্তমানে মঙ্গলগ্রহ জীবনের জন্য একেবারেই উপযোগী নয়।ফলে, জীবনের উপযোগী হতে অবশ্যই গ্রহটিতে বিশাল পরিবর্তন আসতে হবে।
মঙ্গলগ্রহে ‘র তাপমাত্রা এবং বায়ুচাপ:
মঙ্গলগ্রহের তাপমাত্রা এবং বায়ুচাপ খুবই কম।বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৯৬%, যা মানুষের নিঃশ্বাস নেয়ার একদমই অনুপযোগী।আবার, গ্রহটির কোন চৌম্বক বলয় নেই।ফলে, সূর্য থেকে আগত রেডিয়েশন সরাসরি মঙ্গলের পৃষ্ঠে আছড়ে পড়ে।এই মৌলিক বিষয়গুলোর পরিবর্তন গ্রহটিকে জীবনের উপযোগী করে তুলতে পারে।
মঙ্গলগ্রহে ‘র সম্পর্কে বিজ্ঞানীদের মতামত:
এক্ষেত্রে বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য, গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি করা।মঙ্গলের মেরু অঞ্চলে প্রচুর পরিমান কার্বন ডাই-অক্সাইড জমাটবদ্ধ অবস্থায় রয়েছে।জমাটবদ্ধ কার্বন ডাই-অক্সাইড বায়ুমন্ডলের অবমুক্ত করলে, গ্রিন হাউস ইফেক্ট শুরু হবে।বৃদ্ধি পাবে তাপমাত্রা, গলা শুরু করবে মঙ্গলপৃষ্ঠের বরফ।ফলে, তৈরি হবে নদী-নালা, সাগর-মহাসাগর।অসম্ভব মনে হলেও এগুলো সম্ভব, অন্তত তাও্বিকভাবে।
মঙ্গলগ্রহে ‘র তাপমাত্রা বৃদ্ধির উপায়:
এলন মাস্ক বলেছিলেন, কাজটি করার সবচেয়ে ভালো পন্থা মঙ্গলের মেরুতে পারমানবিক বোমা নিক্ষেপ করা।মঙ্গলের তাপমাত্রা বৃদ্ধি আরও কয়েকটি পন্থা রয়েছে।মঙ্গলের কক্ষপথে দৈত্যাকার আয়না স্থাপন করা যেতে পারে।যা সূর্যের রশ্মিকে মেরু অঞ্চলের দিকে প্রতিফলিত করবে।বিজ্ঞানীরা মঙ্গলের কক্ষপথে একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র নির্মাণের প্রস্তাব করেছেন।যা মঙ্গলকে সৌর বিকিরণ থেকে রক্ষা করবে।পাশাপাশি গ্রহটিকে প্রাকৃতিকভাবেই বায়ুমন্ডল পুনর্গঠন করার সুযোগ করে দেবে।তবে, এই ৩টি প্রস্তাবই বাস্তবে রূপদান করা প্রায় অসম্ভব।

মঙ্গলগ্রহের জন্য অণুজীবের প্রয়োজনীয়তা:
সবচেয়ে ভালো উপায়, এ কাজের জন্য অণুজীব তৈরি করা।কারণ, অণুজীব’ই তরুণ পৃথিবীকে গাছ এবং প্রাণীদের জন্য উপযোগী করে তুলেছিল।কিন্তু, এক্ষেত্রেও সময় লাগবে অন্তত কয়েকশ কোটি বছর।ফলে, অন্য গ্রহের চিন্তা বাদ দিয়ে আমাদের উচিৎ পৃথিবীকেই আরও টেকসহ করে তোলা।
কারণ বর্তামানে অন্য নতুন গুহকে বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে মানুয়ের বসবাস উপযোগী করে তুলতে। যে পরিমান ব্যায় হবে তার ২৫% ব্যয় দিয়ে এই বিশ্বকে নতুন রুপে সাজানো যাবে।এই বিশ্বকে সবুজ বিশ্ব রুপে সাজিয়ে সুন্দর আরাম-আয়াসে বসবাস করা যাবে।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum