খেলাটপ নিউজফুটবল

মেসির আবেগী বার্তা, সুয়ারেজের বিদায়ের-বেলায়

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ

মেসির আবেগী বার্তা, সুয়ারেজের বিদায়ের-বেলায় -:-  আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ তারা স্প্যানিশ ক্লাব বার্সোলোনায় পরিবারের মতই গড়ে উঠেছিলেন।তারা নিবিড়ভাবে একজনের পরিবারের সঙ্গে আরেক জনের পরিবাররের বন্ধনে আবদ্ধ ছিলেন।তাদের পরিবারের বন্ধন খুবই দৃঢ় ও মধুর হয়ে উঠেছিল।

কিন্তু হঠাৎ করে সেই বন্ধনের টান পড়ে যায়।ক্লাব ছাড়তে বাধ্য হলেন লুইস সুয়ারেজ ।তিনি স্প্যানিস ক্লাব বার্সোলোনায় প্রায় ছয় বছর খেলেছেন।কিন্তু লুইস সুয়ারেজ নতুন করে  নতুন আরেকটা স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন।স্বাভাবিকভাবেই অতি প্রিয় বন্ধুর বিদায়ে লিওনেল মেসি আবেক্রান্ত হয়ে পড়েন। গত শুক্রবারে কোন এক বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেক্রান্তরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বার্সা কিংবদন্তি নিওনেল মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে কিংবদন্তি নিওনেল মেসি তিনি এক বিশদ বার্তায় লিখেছেন যে, “আমি এরই মধ্যে কেবল কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম উরুগুইয়ান স্ট্রাইকার ছাড়া কেমন হবে আমার সময় কিন্তু যখন আমি ড্রেসিংরুমে গেলাম তখন সত্যিই আমার কাছে অবিশ্বাস্য মনে হল অভাক হয়ে গেলাম” মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে না কাটিয়ে থাকা সময় আমার জন্যে চলতে অনেক কঠিন হয়ে পড়ছে।অনেক সময় রয়েছে যা আমরা কখনও ভুলতে পারবনা, আমরা একসঙ্গে কতবছর খেলেছি, অনেক বার লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম।তোমার সঙ্গে কাটানো সময়গুলো কিছুতেই ভোলা সম্ভব নয়। আমরা সবাই তোমাকে অনেক মিস করবো।

মেসির আবেগী বার্তা
মেসির আবেগী বার্তা

লুইস সুয়ারেজ তোমাকে অন্য কোনো জার্সিতে দেখে অভাক হতেই হবে। আরও অভাক হতে হবে যখন মাঠে তোমার প্রতিদ্বন্দী হিসেবে খেলতে হবে।তুমি একটা বিদায়ী সংবর্ধনা ডিজার্ভ করো, যা তোমার প্রাপ্য বা অর্জন।তুমি ক্লাবের অন্যতম গুরুত্বপুর্ণ খেলোয়াড় ছিলে। বার্সোলোনার দল ও তোমার ব্যাক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জয় করেছ।এবার্তায় স্প্যানিশ ক্লাব বার্সোলোনার প্রতি চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে মেসি লিখেছেন, এভাবে ছুড়ে ফেলে দেয়া তোমার প্রাপ্য ছিলনা, যেমনটা তোমার সাথে করেছে তারা।তবে সত্যি কথা বলতে কি জান? বর্তমান পরিস্থিতিতে ক্লাবের কোন পরিবর্তন কোনো কিছুতেই আমি আর অভাক হই না।

Swaraj and Messi football Player2আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির এমন আবেগঘন বার্তার জবাবে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সুয়ারেজ নতুন ক্লাবে যোগদানের আগে মেসির বার্তার জবাবে লিখেছেন, বন্ধু মেসি এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। তবে এর চেয়েও বেশি ধন্যবাদ তুমি আমার সঙ্গে যেমন ছিলে তার জন্যে।প্রথমদিক থেকেই আমি এবং আমার পরিবারের সবার সঙ্গে তোমার আন্তরিকতা ছিল অতুলনীয়। আমি সবসময় ব্যাক্তি মেসির বন্ধুর নিকট কৃতজ্ঞ থাকবো

মনে রাখার চেষ্টা করবে, আমি তোমাকে যা বলেছি তা কখনও ভুলে যেও না। তুমি এক এবং অন্যান্য। আমি সবসময় তা উপভোগ করেছি। অন্য দুই চারজন কী বললো তাতে ক্লাবে তোমার অবদান ও অবস্থান কখনও বদলাবে না। তোমার জন্য অনেক ভালবাসা রইল। তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে অনেক মিস করবো।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিন: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ