অন্যান্যপারিবারিক সম্পর্ক
Trending

সত্যিকারের ভালবাসা চেনার উপায় সমূহ

সত্যিকারের ভালবাসা -:- পৃথীবিতে এমন কি কোন মানুষ আছে? যে মানুষটা চাইনা যে, তাকে যে মানুষটা ভালবাসবে সে তাকে সত্যিকারের ভাল না বাসুক? কে চাইনা? সবাই চাই।সাবাই চাই তার ভালবাসার মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালবাসবে। তার জন্য সবকিছু করতে পারবে। তার সবচেয়ে খারাপ সময় তার পাশে থেকে তার চোখের পানির মত সব কষ্টের ভাগিদার হবে। কে চাই না? তার সবচেয়ে খুশির মূহুর্তে তার কাছের মানুষটাকে পাশে পেতে? হ্যাঁ সবাই চাই। হ্যাঁ আমিও চাই। কিন্তু সত্যি বলতে, যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে, সেখানে আর ভালবাসা থাকে না। যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে, সেখানে থাকে শুধু শর্ত আর স্বার্থ। হ্যাঁ কাউকে দিয়ে নিজের স্বপ্নগুলো পূরন করার স্বার্থ।

একটু ভেবে দেখুন আপনি রাস্তায় হাটঁছেন। হঠাৎ একটা অনেক সুন্দরী মেয়ে  অথবা একটা সু্ন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন। অনেক ভাল লেগে গেল আপনার। আর তখনি ঠিক করে ফেললেন যদি কাউকে জীবন সঙ্গি করেন তাহলে এই সুন্দরী মেয়েকে অথবা ছেলেটিকেই জীবন সঙ্গি করবেন।

সত্যিকারের ভালবাসার মানুষটা
সত্যিকারের ভালবাসার মানুষটা

এরপর বাসায় ‍গিয়ে সারারাত সারাদিন সবসময় তার কথায় ভাবতে শুরু করে দিলেন।আপনার সবচেয়ে কাছের বন্ধুকে ডেকেও বলে ফেললেন আপনার ভালবাসার কথা।আপনি অনেক খুশিঁ।আর ‍দিন শেষে নিজেই নিজেকে বলছেন আপনি ভালবেসে ফেলেছেন।আসলেই  এটাত ভালবাসা নয়।এটা আপনার ভাল লাগা।আমাদের সেইসব জিনিসি ভাল লাগে, যেসব জিনিসকে আমরা আমাদের জন্য ভাল মনে করি। আর আমরা আমাদের জন্য যা ভাল মনে করি, সেটাই আমার স্বার্থ।

তাহলে এতে প্রমাণ হয়ে গেল যে ঐ মেয়েটা অথবা ঐ ছেলেটা যার কথা আপনি কিছুইতে ভুলতে পারছেন না। বার বার যার সাথে কথা বলতে চাচ্ছেন তার সাথে কথা বললে আপনার ভাল লাগছে। আসলেই সেই মানুষটা আপনার ভালবাসা নয়। এটা শুধুই আপনার ভাল লাগা।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এডমিন ভাই এটা যদি ভাল লাগা হয়ে থাকে তাহলে ভালবাসা কি?

সত্যিকারের ভালবাসা কি?

আসলেই সত্যিকারের ভালবাসা আর শুধু ভালবাসার মধ্যে কোন পার্থক্য নেই। এই দুটো জিনিসি একই জিনিস। কারন মিথ্যেকারের ভালবাসা বলতে কিছুই নেই। মিথ্যে যেখানে থাকে সেখানে ভালবাসা থাকে না। সেখানে থাকে স্বার্থ , সেখানে থাকে ভাল লাগা।

যখন কেউ আপনাকে বলবে যে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য সব করতে পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো।

তখনি বুঝে নিবেন সে আপনাকে ভালবাসে না।আপনাকে তার ভাল লাগে।তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব বাহানা করছে।

কারণ চাঁদ নিয়ে আসা সম্ভব নয়।আপনার জন্য যদি সে সবকিছুিই করতেই পারে। তাকে বলুন আমার খুশির জন্য আর আমাকে কোনদিন দিস্ট্রাব করবে না।দেখবেন সে সেটাও পারবে না।

সে যদি আপনার জন্য জীবন দিয়ে দেয়, বুঝে নিবেন। সে তার বাবা-মাকে, তার পরিবার কে, তার বন্ধু বান্ধব, সে কাউকেই ভালবাসে না। তাই যে মানুষটা তার জীবনের গুরুত্বর্পূ্ণ মানুষগুলোকে ভালবাসতে পারলোনা । সে কিছুখন আগে অথবা  কিছুদিন আগে  পরিচিত হওয়া আপনাকেও কখনও সে ভালবাসতে পারবেনা। আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতে সে এক মূহুর্তও ভাববে না।

তার মানে সে যা বলেছে সব মিথ্যে, শুধু আপনাকে খুশিঁ করানোর জন্য। ভালবাসার আসল মানেত তাকে আমার খুশিঁর কারণ বানানো নয় বরং তার খুশিঁর কারণ হওয়াটাই হচ্ছে ভালবাসা।

তার ভালোর জন্যই তাকে শাসন করাই ভালবাসা। তার ভালর জন্য নিজেন ভাল-মন্দের কথা মাথায় না আসাই হচ্ছে ভালবাসা।

যারা সত্যি সত্যি ভালবাসে তারা মুখে বলে কম তারা মুখে বলে কম । যারা ভালবাসতে জানে তারা তার আশে-পাশে সবাইকে ভালবাসতে জানে।সবাইকে সম্মান করে।কারও কাছে ভাল হওয়ার জন্য কাউকে অপমান করার নাম ভালবাসা নয়।

ভালবাসাকে যদি অন্য কোন শব্দ দিয়ে বুঝানো যেত, তাহলে তার নাম দিতাম সম্মান।যে কাউকে সম্মান করতে পারে না, সে সত্যিকার অর্থে ভালবাসতে জানেনা।

তার খুশির জন্য তাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ভালবাসা। সেতো আপনার কাছে খুশিঁ নয়।সে আপনাকে চাইনা।

কিন্তু আপনি তো তাকে ভালবাসেন। এখণ হয়তো তাকে জোর করে বেধে রেখে নিজে হয়হ অনেক খুশিঁ হবেন।

ঠিক স্বার্থপরের মত।কিন্তু সে ভাল থাকবে না।

সত্যিকারের ভালবাসা
সত্যিকারের ভালবাসা

তাই তার খুশিঁর জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন, যখন তাকে সত্যিকারের ভালবাসতে পারবেন।একটু ভেবে দেখুন তো আপনার খুশিঁর জন্য আপনার বাবা-মা তাদের কতগুলো খুশিঁ বিসর্জন দিয়েছে।

ঈদ হোক, অথবা পূজা। কখনো কি নিজের পোষাক কিনতে গিয়ে, আপনার জন্য কি কিছুেই কিনেনি?নিজে না খেয়ে কি আপনার জন্য খাবার তৈরি করে রাখেনি?

সারাদিন হাজারো ব্যাস্ততায় থেকেও বাড়ি ফিরে কি তার গল্পগুলো লুকিয়ে আপনার গল্পগুলো শুনে আপনাকে কি কুলে তুলে নেননি?হ্যাঁ এই পৃথিবীতে যদি সত্যিকারের ভালবাসা খোজঁতে চান, তবে চোখঁ বন্ধ করে একবার ভাবুনত যারা আপনার সব স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজেন স্বপ্নগুলোর কথা  ভুলে গেছেন।সেই বাবা-মা’য়ের কাছে যে ভালবাসা পেয়েছেন। সেটাইত আসল আর খাটিঁ ভালবাসা

আপনি তাদের হাজারো কষ্ট দিলেও তারা আপনার জন্য মঙ্গল কামনা করেই যাবে।

হ্যাঁ আপনি যখন কাউকে ঠিক এভাবেই ভালবাসতে পারবেন।তার স্বপ্নগুলো যখন আপনার স্বপ্ন হয়ে যাবে।তার খুশিঁর প্রতিটি কারণ যখন আপনি হয়ে যাবেন। তখন বুঝে নিবেন সেটাই সত্যিকারের ভালবাসা।

আর হ্যাঁ বাবা-মার মত কারও কাছে কোন প্রতিদানের আশা না করেই তার জন্য ভাল কিছু করাই হল

পৃথীবিতে এমন কি কোন মানুষ আছে? যে মানুষটা চাইনা যে, তাকে যে মানুষটা ভালবাসবে সে তাকে সত্যিকারের ভাল না বাসুক? কে চাইনা? সবাই চাই।সাবাই চাই তার ভালবাসার মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালবাসবে। তার জন্য সবকিছু করতে পারবে। তার সবচেয়ে খারাপ সময় তার পাশে থেকে তার চোখের পানির মত সব কষ্টের ভাগিদার হবে। কে চাই না? তার সবচেয়ে খুশির মূহুর্তে তার কাছের মানুষটাকে পাশে পেতে? হ্যাঁ সবাই চাই। হ্যাঁ আমিও চাই। কিন্তু সত্যি বলতে, যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে, সেখানে আর ভালবাসা থাকে না। যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে, সেখানে থাকে শুধু শর্ত আর স্বার্থ। হ্যাঁ কাউকে দিয়ে নিজের স্বপ্নগুলো পূরন করার স্বার্থ।

একটু ভেবে দেখুন আপনি রাস্তায় হাটঁছেন। হঠাৎ একটা অনেক সুন্দরী মেয়ে  অথবা একটা সু্ন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন। অনেক ভাল লেগে গেল আপনার। আর তখনি ঠিক করে ফেললেন যদি কাউকে জীবন সঙ্গি করেন তাহলে এই সুন্দরী মেয়েকে অথবা ছেলেটিকেই জীবন সঙ্গি করবেন।

এরপর বাসায় ‍গিয়ে সারারাত সারাদিন সবসময় তার কথায় ভাবতে শুরু করে দিলেন।আপনার সবচেয়ে কাছের বন্ধুকে ডেকেও বলে ফেললেন আপনার ভালবাসার কথা।আপনি অনেক খুশিঁ।আর ‍দিন শেষে নিজেই নিজেকে বলছেন আপনি ভালবেসে ফেলেছেন।আসলেই  এটাত ভালবাসা নয়।এটা আপনার ভাল লাগা।আমাদের সেইসব জিনিসি ভাল লাগে, যেসব জিনিসকে আমরা আমাদের জন্য ভাল মনে করি। আর আমরা আমাদের জন্য যা ভাল মনে করি, সেটাই আমার স্বার্থ।

তাহলে এতে প্রমাণ হয়ে গেল যে ঐ মেয়েটা অথবা ঐ ছেলেটা যার কথা আপনি কিছুইতে ভুলতে পারছেন না। বার বার যার সাথে কথা বলতে চাচ্ছেন তার সাথে কথা বললে আপনার ভাল লাগছে। আসলেই সেই মানুষটা আপনার ভালবাসা নয়। এটা শুধুই আপনার ভাল লাগা।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এডমিন ভাই এটা যদি ভাল লাগা হয়ে থাকে তাহলে ভালবাসা কি?

আচ্ছা ঠিক আছে তাহলে এবার দেখবো সত্যিকারের ভালবাসা কি?

আসলেই সত্যিকারের ভালবাসা আর শুধু ভালবাসার মধ্যে কোন পার্থক্য নেই। এই দুটো জিনিসি একই জিনিস। কারন মিথ্যেকারের ভালবাসা বলতে কিছুই নেই। মিথ্যে যেখানে থাকে সেখানে ভালবাসা থাকে না। সেখানে থাকে স্বার্থ , সেখানে থাকে ভাল লাগা।

যখন কেউ আপনাকে বলবে যে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য সব করতে পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো।

তখনি বুঝে নিবেন সে আপনাকে ভালবাসে না।আপনাকে তার ভাল লাগে।তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব বাহানা করছে।

ভালবাসার মানুষটা
ভালবাসার মানুষটা

কারণ চাঁদ নিয়ে আসা সম্ভব নয়।আপনার জন্য যদি সে সবকিছুিই করতেই পারে। তাকে বলুন আমার খুশির জন্য আর আমাকে কোনদিন দিস্ট্রাব করবে না।দেখবেন সে সেটাও পারবে না।

সে যদি আপনার জন্য জীবন দিয়ে দেয়, বুঝে নিবেন। সে তার বাবা-মাকে, তার পরিবার কে, তার বন্ধু বান্ধব, সে কাউকেই ভালবাসে না। তাই যে মানুষটা তার জীবনের গুরুত্বর্পূ্ণ মানুষগুলোকে ভালবাসতে পারলোনা । সে কিছুখন আগে অথবা  কিছুদিন আগে  পরিচিত হওয়া আপনাকেও কখনও সে ভালবাসতে পারবেনা। আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতে সে এক মূহুর্তও ভাববে না।

তার মানে সে যা বলেছে সব মিথ্যে, শুধু আপনাকে খুশিঁ করানোর জন্য। ভালবাসার আসল মানেত তাকে আমার খুশিঁর কারণ বানানো নয় বরং তার খুশিঁর কারণ হওয়াটাই হচ্ছে ভালবাসা।

তার ভালোর জন্যই তাকে শাসন করাই ভালবাসা। তার ভালর জন্য নিজেন ভাল-মন্দের কথা মাথায় না আসাই হচ্ছে ভালবাসা।

যারা সত্যি সত্যি ভালবাসে তারা মুখে বলে কম তারা মুখে বলে কম । যারা ভালবাসতে জানে তারা তার আশে-পাশে সবাইকে ভালবাসতে জানে।সবাইকে সম্মান করে।কারও কাছে ভাল হওয়ার জন্য কাউকে অপমান করার নাম ভালবাসা নয়।

ভালবাসাকে যদি অন্য কোন শব্দ দিয়ে বুঝানো যেত, তাহলে তার নাম দিতাম সম্মান।যে কাউকে সম্মান করতে পারে না, সে সত্যিকার অর্থে ভালবাসতে জানেনা।

তার খুশির জন্য তাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ভালবাসা। সেতো আপনার কাছে খুশিঁ নয়।সে আপনাকে চাইনা।

কিন্তু আপনি তো তাকে ভালবাসেন। এখণ হয়তো তাকে জোর করে বেধে রেখে নিজে হয়হ অনেক খুশিঁ হবেন।

ঠিক স্বার্থপরের মত।কিন্তু সে ভাল থাকবে না।

তাই তার খুশিঁর জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন, যখন তাকে সত্যিকারের ভালবাসতে পারবেন।একটু ভেবে দেখুন তো আপনার খুশিঁর জন্য আপনার বাবা-মা তাদের কতগুলো খুশিঁ বিসর্জন দিয়েছে।

ঈদ হোক, অথবা পূজা। কখনো কি নিজের পোষাক কিনতে গিয়ে, আপনার জন্য কি কিছুেই কিনেনি?নিজে না খেয়ে কি আপনার জন্য খাবার তৈরি করে রাখেনি?

সারাদিন হাজারো ব্যাস্ততায় থেকেও বাড়ি ফিরে কি তার গল্পগুলো লুকিয়ে আপনার গল্পগুলো শুনে আপনাকে কি কুলে তুলে নেননি?হ্যাঁ এই পৃথিবীতে যদি সত্যিকারের ভালবাসা খোজঁতে চান, তবে চোখঁ বন্ধ করে একবার ভাবুনত যারা আপনার সব স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজেন স্বপ্নগুলোর কথা  ভুলে গেছেন।সেই বাবা-মা’য়ের কাছে যে ভালবাসা পেয়েছেন। সেটাইত আসল আর খাটিঁ ভালবাসা

আপনি তাদের হাজারো কষ্ট দিলেও তারা আপনার জন্য মঙ্গল কামনা করেই যাবে।

হ্যাঁ আপনি যখন কাউকে ঠিক এভাবেই ভালবাসতে পারবেন।তার স্বপ্নগুলো যখন আপনার স্বপ্ন হয়ে যাবে।তার খুশিঁর প্রতিটি কারণ যখন আপনি হয়ে যাবেন। তখন বুঝে নিবেন সেটাই সত্যিকারের ভালবাসা।
আর হ্যাঁ বাবা-মার মত কারও কাছে কোন প্রতিদানের আশা না করেই তার জন্য ভাল কিছু করাই হল সত্যিকারের ভালবাসা।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ