সারাদিন চলবে ইন্টারনেট মাত্র ৫ টাকায়
আবিষ্কার করলেন বাংলাদেশী দুই তরুন-তরুনী সারাদিন ইন্টারনেট চালাতে পারবেন মাত্র ৫ টাকায়

সারাদিন চলবে ইন্টারনেট -:- বাংলাদেশী দুই তরুণ-তরুণী কম খরছে ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করেছেন।সারা দিনে মাত্র ৫ টাকায় মিলাতে পারবেন ইন্টারনেট তাদের আবিষ্কৃত ‘বন্টন কানেক্ট অ্যাপ্স’ ব্যবহার করে।
সারাদিন চলবে ইন্টারনেট বন্টন কানেক্ট অ্যাপেঃ
আবিষ্কৃত ‘বন্টন কানেক্ট অ্যাপের’ জনক সামিহা তাহসিন ও ওমরান জামাল নামের দুই বাংলাদেশের তরুন-তরুণী।বন্টন কানেক্ট অ্যাপের জনক সামিহা তাহসিন জানিয়েছেন যে, হঠাৎ একদিন তার ক্লাস সর্ম্পকীয় অয়েব লিংক অপেন করতে গিয়ে দেথেন যে তিনি তার ওয়াইফাই নেটওর্য়াকের বাহিরে থাকার কারণে তার লিংকটি অপেন বা কাজ করছেনা।এবং তার মোবাইল ডাটাও ঠিকমত কাজ করতেছে না।
এই সময় তিনি কোন সমাধান না পেয়ে হতাশ হয়ে পড়েন।তিনি আরও দেখেন যে তার মোবাইলে আরও অনেক ওয়াইফাই নেটওর্য়াকের সিগনাল রয়েছে কিন্তু তার কাছে ওয়াইফাই এর একসেস না থাকার কারণে তিনি সেটিও ব্যবহার করতে পারেননি।তখন তিনি চিন্তা করেন যে, এখন যদি তার কা্ছে ওয়াইফাই একসেস থাকত তাহলে তার কাজটা সম্পূর্ণ করা যেত। তাই তিনি চিন্তা করেন যে ওয়াইফাই একসেস শেয়ার করা যায় কিভাবে এবং এই বিষয়টি তিনি তার বন্ধু ওমরান জামালের সঙ্গে শেয়ার করেন।
এর পরই তারা দুজনে চিন্তা করে ‘বন্টন কানেক্ট অ্যাপ’ নামে একটি অ্যাপের নামকরণ করা হয় এবং এই অ্যাপটি ব্যবহার করে গ্রাহক তার ওয়াইফাই নেটওয়ার্ক যে কাওকে শেয়ার করতে পারবেন।অন্যান্য গ্রাহকরা অল্পটাকার বিনিময়ে সেবাটি গ্রহন করতে পারবেন।গতবছরের প্রহেলা জানুয়ারীর দিতে সেবাটি চালু করা হয়েছে।এখন এই সেবাটি বাহিরের দেশেও বেশ চাহিদা রয়েছে।

সারাদিন চলবে ইন্টারনেট অ্যাপ্স এর জনক:
গ্লোবাল সিসটেম অফ মোবাইল (জিএসএমএ) এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নিম্ন আয়ের মানুয়ের ২০ শতাংশ ১০২৪ এমবি ক্রয় করার মত সাধ্য নেই।কারণ ১০২৪ এমবি প্রায় ১ জিবি ইন্টারনেট প্যাক তাদের মাসিক আয়ের প্রায় ১১ দশমিক ৫ শতাংশ।
সারাদিন চলবে ইন্টারনেট ‘বন্টন কানেক্ট অ্যাপ্স’ এর আরেক জনক ওমরান জানিয়েছেন যে, এই নিম্ন শেণির মানুষ এই ছোট ছোট ধরনের ইন্টারনেট প্যাক ক্রয় করে থাকে।তাই আমরা এই নিম্ন আয়ের মানুষের কথাই চিন্তা করে কাজ করে যাচ্ছি।এর আগে তাদের একসাথে জোবাইক অ্যাপ সহ আরও একাদিক অ্যাপে কাজ করার অভিজ্ঞতা আছে।
‘বন্টন কানেক্ট’ অ্যাপ্স সেবার মাধ্যমে খরচের ২০ শতাংশ নিবে অ্যাপ্স কম্পানি আর বাকি ৮০ শতাংশ নিবে সেবা প্রদানকারী।বন্টন নেটওয়ার্ক অ্যাপ সেবাকারীরা মাত্র ৫ টাকায় সারাক্ষন সেবা গ্রহন করতে পারবেন।তবে ভ্রমনে থাকলে খরচ বেড়ে ডাবল হবে।কিন্তু মোবাইল অপারেটরের কাছ থেকে ৫০০ এমবি ডাটা প্যাক কিনতে টাকা লাগে প্রায় ২৮ টাকা থেকে ১৩৫ টাকা পযর্ন্ত খরচ হয়।
সারাদিন চলবে ইন্টারনেট অ্যাপ্সের ৯ সদস্যের টিম:
সারাদিন চলবে ইন্টারনেট -:- আরও জানা গেছে যে, ‘বন্টন কানেক্ট’ অ্যাপ্সের ৯ সদস্যের একটি টিম রয়েছে।এই টিমের মাধ্যমে ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর এবং গ্রিন রোডে এসব সেবা চালু হয়েছে বলে জানা গেছে।বর্তমানে ‘বন্টন কানেক্ট’ অ্যাপ্সের সেবাটি ফ্রিতে পাওয়া যাচ্ছে কিন্তু আগামী কিছু দিনের মধ্যে অর্থের বিনিময়ে সেবাটি প্রদান করবেন বলে জানিয়েছেন ‘বন্টন কানেক্ট’ টিম সদস্য সামিহা।তাছাড়া ‘বন্টন কানেক্ট’ সেবা উন্নত করতে আরও কাজ চলছে।
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum