স্ত্রীর তালাকের আবেদন -:- মানুষ অনেক কিছু কম চাইলেও ভালবাসাটা একটু বেশিই চাই।কিন্তু সম্প্রতিতে ঘটেছে তার উল্টো একটা ঘটনা।
স্বামীর অতিরিক্ত ভালবাসায় বিরক্ত হয়ে এক স্ত্রী তার স্বামীর কাছে তালাকের আবেদন করেছেন।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের।সেখানে এক স্ত্রী ভুল করলেও কোন প্রতিবাদ করতেন না তার স্বামী।এমনকি স্ত্রীর সঙ্গে স্বামী কখনোও ঝগড়াও করতেন না।স্বামীর অতিরিক্ত ভালবাসায় দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়।কিন্তু স্বামীর এত ভালবাসায় বিরক্ত হন তার স্ত্রী এবং তিনি তালাকের জন্য আবেদন করেন আদালতে কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেন।কিন্তু নাছোর বান্দা ঐ স্ত্রী দারস্ত হন পঞ্চায়তে।
জানা গেছে ঐ নারীর বিয়ে হয়েছে দের বছর আগে।এরই মধ্যে স্বামীর কাছে বিচ্ছেদ চেয়েছেন ঐ স্ত্রী।স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার কারন শুনে অবাক হয়ে যান বিচারকরা পর্যন্ত।আদালতে আপিলে ঐ নারী জানিয়েছেন স্বামীর অতিরিক্ত ভালবাসা এবং ভাল মানুষির কারনে তিনি বিরক্ত। সেকারনে তিনি বিচ্ছেদ চান।শরীয় আদালতে ঐ নারীর পিটিশন খারিচ করেছেন।বিচারক সাবভাবে জানিয়ে দিয়েছেন যে ঐ নারী অবুঝের মত করেছেন।
তার পরেও হাল ছাড়তে রাজি নন তিনি।হাজির হয়েছে পঞ্চায়তের দরবারে। পঞ্চায়তের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এমন উদ্ভট সমস্যা সমাধান করতে তারাও অপারগ।ঐ নারী ঠিক করে নিয়েছেন যে স্বামীকে তিনি তালাক দিয়েই ছাড়বেন।তার কথায় উনি আমাকে অতিরিক্ত ভালবাসেন।কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সব সময় হাসিঁ মুখে ক্ষমা করে দেন।আমি এমন জীবন চাইনা। মাঝে মাঝে তর্কবিতর্ক করতে চাই। তাই অতিরিক্ত ভালবাসায় দম বন্ধ হয়ে আসে।তাই বিচ্ছেদ চেয়েছি।

তার স্বামী জানিয়েছেন তিনি স্ত্রীকে সবসময় খুশি রাখতে চান।তাই তিনি এমন ভাবে ভালবাসেন। শরীয় আদালতে স্ত্রীর পিটিশন যাতে খারিজ হয়ে যায় তার স্বামী আবেদন করেছেন।
অন্যদিকে পঞ্চায়তের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা যেন ব্যপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেন।কিন্তু তার স্ত্রী মানতে রাজি নন।
এই উদ্ভট বিষয় সর্ম্পকে আপনাদের মতামত কি?
এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করুন। Forum: http://updatekhobor.com/forum