রোগ ও ঔষধস্বাস্থ্য

২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে ভ্যাকসিন আসার আগেই

বিশ্বে প্রাণঘাতী ভাইরাসে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগেই

বিশ্বে সহজলভ্য কার্যকর করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগেই ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে  বলে জানিয়েছেন : WHO (ওয়াল্ড হেল্থ অর্গানাইজেশন)বিশ্বব্যাপী করোনাভারাস প্রতিরোধে আর্ন্তজাতিক প্রচেষ্টা বাড়াতে না পারলে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন WHO (ওয়াল্ড হেল্থ অর্গানাইজেশন) এর জরুরি বিভাগের প্রধান মাইক রাযান।

২০ লাখ মানুষের মৃত্যু ‘র সম্ভাবনাঃ


গত বছরের (২০১৯) ডিসেম্ভরের প্রথম দিকে চীনের ওহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি দেখা যায়। এখন পর্যন্ত  বিশ্বের ২১৫ টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় করোনায় আক্রান্ত ৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ২০০। আক্রান্তদের মধ্যে মারা গেছেন প্রায় ৯ লাখ ৯২ হাজার ৪৫০ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠছেন ২ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৩৫০ জন।

২০ লাখ মানুষের মৃত্যু-Coronavirous-nurse-
২০ লাখ মানুষের মৃত্যু-Coronavirous-nurse-
Coronavirous-nurse-

যুক্তরাষ্ট্র শী্র্ষে রয়েছে করোনা সংক্রমণে। করোনা যুক্তরাষ্টে, ভারত, চীন দেশেই বেশি সংক্রমণ ও মুত্যু ঘটিয়েছে। এই তিনটি দেশেই আক্রমণের সংখ্যা প্রায় দেড় কোটিরও বেশি।বর্তমানে ইউরোপ দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় পর্য়ায় শুরু হয়েছে বলে জানা যায়। অনেক দেশই নতুন করে লকডাউনের বিষয় নিয়ে চিন্তা করেছেন।সারাবিশ্বে করোনাভাইরাসের মহামারি শুরু হলেও মাঝখানে অনেক দেশ থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ইউরোপ মহাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন। তবে বিভিন্ন ডাক্তারদের মধ্যে ডাঃ রায়হান বলেছেন যে, ইউরোপের বিশাল এলাকাজুড়ে করোনাভাইরাসের আক্রমণের ভয়ংকর  আকার ধারন করে চলেছে। তিনি ইউরোপীয় দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছেন যে, ইউরোপীয়রা যেন করোনাভাইরাসের আক্রমণ প্রতিরোধে যথা্যথ ব্যাবস্থা গ্রহন করেন।

বিশ্বে সহজলভ্য কা্র্যকর প্রালঘাতী করোনা  ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগেই ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে কিনা এ বিষয়ে ডাঃ রায়হান কে প্রশ্ন করলে তিনি জানান যে, ২০ লাখ মানুষের মৃত্যু  অসম্ভব নয়। তবে তিনি আরও জানান যে, করোনা ভাইরাসের চিকিৎসা উন্নতি হওয়ার ফলে মৃত্যুর হার অনেকটাই কমে গেছে।

এই আর্টিকেল বা অন্য যেকোন বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে তাৎক্ষনিক উত্তর পেতে আমাদের আপডেট খবর ফোরামে ভিজিট করে প্রশ্ন করে তাৎক্ষনিক উত্তর জেনে নিনhttp://updatekhobor.com/forum

 

Show More

Related Articles

Back to top button
ব্রেকিং নিউজ