Topic starter
02/12/2020 11:36 pm
আমি গতকাল রাত ১২ টার দিকে ঘুমিয়েছি। প্রায় রাত ৩ টার দিকে জাগনা পাই। আবার প্রায় ২০/৩০ মিনিট পরে ঘুমিয়ে পড়ি। তারপর রাত প্রায় ভোর পাচঁটার দিকে একটি খুব ভাল একটা স্বপ্ন দেখতে পাই। যা আমি আজ সারাদিন সেটা নিয়েই ভাবছি। স্বপ্নটা যদি সত্যি হত আমি অনেক খুশি হতাম।