Topic starter
26/03/2021 6:04 pm
* তারা অন্যদের থেকে কিছুটা আলাদা টাইপের হয়ে থাকে।
* তারা একটু বুদ্ধিমান বেশি হতে পারে বলে জানা গেছে।
* তাদের কে আশে পাশের লোকেরা পছন্দ করতে চান না।
* তারা প্রকৃত পক্ষে সুখি নয়।
* তাদের সমস্যাগুলো কেউ বুঝতে চাইবে না বা চাইনা।
* তারা সঙ্গবিহীন হয়ে পড়েন।
* তারা কোন ঝামেলায় জড়ায়তে চান না। তারা সাধারণত নিরিবিলি পরিবেশে থাকতে চান।
* তারা মূলত অর্থপূর্ণ ব্যাপারে বেশি আগ্রহ হয়ে থাকেন।
ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য।