যেভাবে স্বামীকে খুশ...
 
Share:
Notifications
Clear all

যেভাবে স্বামীকে খুশি রাখা যায় জেনে নিন!

1 Posts
1 Users
0 Likes
373 Views
(@admin)
Eminent Member Admin
Joined: 3 years ago
Posts: 43
Topic starter  

মানসিক শান্তি পাওয়ার আশায় একজন স্বামী তার স্ত্রীর আপ্পায়নের দিকে চেয়ে থাকে। তাই সব স্ত্রী’কে সতর্ক থাকতে হবে যাতে সারাদিন স্বামী কাজকর্ম করে বাসায় আসার পর যেন আপনাকের হাসি খুশি দেখতে পায়। আপনার কাছ থেকে যেন সে মানসিক শান্তি পায়।

স্বামীর জন্য অপেক্ষায় থাকতে হবে যেন সে বাসায় এসেই আপনাকে দেখতে পায়। কোন ডাকা ডাকির প্রয়োজন না পড়ে। 

স্বামী যখন খেতে বসবে তখন একটু বাতাসের ব্যবস্থা করে দিবেন। খাবারের সকল প্রয়োজনীয় জিনিস যেমন পানি, পর্যাপ্ত পরিমান ভাত, তরকারি, লবণ, শাকসবজি, শুকনো মরিচ, কাচ মরিচ ইত্যাদি।

তার প্রয়োজনীয় কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দিবেন। কোন কাপড় ছেড়া থাকলে তা নিজ থাতে সেলাই করে দিবেন।

রাস্তা দিয়ে হেঁটে কোন দিকে যাওয়ার সময় বা ঘুরতে যাওয়ার সময় তার হাত ধরে পাশে হাটবেন।

মাঝে মাঝে তার অজান্তেই তাকে পিছন থেকে জড়িয়ে ধরবেন। দেখবেন সে খুশি হয়ে আপনাকেউ জড়িয়ে ধরছে।

আরও অনেক লেখাই হয়ত লেখা যাবে কিন্তু আপনিই আমার থেকে বেশি ভাল জানেন যে কোন কাজ করলে বা কেমন ব্যবহার করলে আপনার স্বামী আপনাকে প্রচন্ড ভালবাসবে।

তাই যে আপনাকে ভাল রাখার জন্য সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাকে ভাল রাখার জন্য আপনার কর্তব্য।

ধন্যবাদ।


Quote
Share:
Back to top button
ব্রেকিং নিউজ