Topic starter
13/09/2021 1:08 pm
১ জুলাই ২০২১ থেকে দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রযুক্তি চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC). National Equipment Identity Register (NEIR). নামের এ ব্যবস্থায় অবৈধভাবে আমদানি করা মুঠোফোন চালু করা যাবে না। তবে গ্রাহকের হাতে থাকা অবৈধ মুঠোফোনকে বৈধতার জন্য সময় দেওয়া হবে।
হ্যান্ডসেটটি আসল কি-না এবং যেসব উপকরণ ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে তা যাচাই করার একটি পদ্ধতি রয়েছে। মোবাইল ফোনের *#০৬# ডায়াল করলে ১৫ ডিজিটের International Mobile Equipment Identity (IMEI) নম্বর দেখাবে। এবার মোবাইল ফোনের মেসেজ অপশশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।ফিরতে মেসেজ বা খুদে বার্তায় বৈধ না অবৈধ, তা জানা যাবে।
মোবাইল ফোনের মোড়কেরর স্টিকারে IMEI নম্বরটি থাকে।