Topic starter
06/10/2021 3:23 pm
জানেন কি? আপনার নিজের বলতে কি আছে?
আপনার জন্ম সেটা তো অন্যজন আল্লাহর দান।
আপনার নাম সেটাও তো আপনার পরিবারের দেওয়া।
শিক্ষা অন্য জনের দেওয়া
আপনার বেঁচে থাকার অক্সিজেন তা তো অন্যের দেওয়া।
আপনার মৃতদেহ সেটাও তো অন্যজন কাধে বহন করে নিয়ে যাবে।
তবে কিসের এত অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে, আমি ছাড়া পৃথিবী অচল। তাহলে দেওয়ালে টাঙাগানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও তোমার উত্তর পেয়ে যাবে।
পূর্বপুরুষরা নেই বলে কি পৃথিবী অচল হয়ে থেমে গেছে?
৮৪ লাখ প্রজাতি প্রাণীল বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে, বাকী প্রাণীরা কিন্তু অনাহারে মারা যায়নি।
আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না।