বাংলা ব্লগসাইটে সফলতা অর্জন করতে কেমন সময় লাগবে? এটা আসলেই নির্ভর করবে আপনার সাইটের কাজের অগ্রগতির উপর।যদি নিয়মিত কাজ করেন তাহলে তিন থেকে ছয় মাসের মধ্যে সফলতা পাবেন।একটা বিষয় আপনি গভীর ভাবে চিন্তা করে দেখুন যে, এস এস সি পাশ করতে সময় লাগে ১০ বছর কিন্তু কারো কারো বেশিও লাগে আবার কেই কেই এস এস সি পাশই করতে পারে না। আবার কারো কারো কমও লাগে।যেমন আমি ৮ বছরে এস এস সি পাশ করেছি। তাই ভার্চুয়্যাল লাইফেও এমনি হয়ে থাকে।
বাংলা ভাষায় লেখা অয়েবসাইটে গুগোল এডসেন্স অ্যাপ্রোভ পেতে কত সময় লাগবে তা সঠিক ভাবে কেউ বলতে পারবে না। তবে উন্নতমানের পেইড ডমেইন এবং উন্নতমানের হোস্টিং এবং ভাল প্রিমিয়াম থিম নিয়ে সাইট সঠিক ভাবে সাজালে এবং ই্উনিক কমপক্ষে ১০টা আর্টিকেল পোষ্ট করলে । আরও কন্ট্রাক পেজ, অ্যাবাউট পেজ, ট্রাম এন্ড কন্ডিশন পেজ ইউনিক ভাবে পোষ্ট করলে। ইউনিক ভিউ হলে ১ থেকে ৬ মাস সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে যদি কোন সমস্যা থাকে।