Topic starter
18/03/2021 4:13 pm
১। বালুর ওজন কত কেজি? ধরি, ২০০০ কেজি।
২। বালুর ওজন কে টনে রুপান্তর করতে হবে। তাহলে বালুর ওজনকে ১০০০ দিয়ে ভাগ করলে টন বাহির হবে।
তাহলে বালুর ওজন যদি ২০০০ কেজি হয়। তাহলে (২০০০/১০০০)= ২ টন।
৩। বালুর টনকে m3 বা কিউবিক মিটারে রুপান্তর করতে হবে। টনকে m3 বা কিউবিক মিটারে রুপান্তর করতে হলে টনকে ১.৫৬ দিয়ে ভাগ করতে হবে।
তাহলে ( ২/১.৫৬) কিউবিক মিটার।
= ১.২৮২ কিউবিক মিটার
এখন, m3 বা কিউবিক মিটার কে সেফটিতে রুপান্তর করতে হলে। কিউবিক মিটার গুণ (*) ৩৫.৩১৫।
তাহলে,
= ১.২৮২*৩৫.৩১৫ সেফটি
- = ৪৫.২৭৩ সেফটি বালু
23/03/2021 5:32 pm
ধন্যবাদ পলাশ ভাই। আচ্ছা পলাশ ভাই একঘন ফুট মাটি সমান কত সেপটি? অথবা এক সেপটি সমান কত ঘনফুট মাটি বা বালু।