Topic starter
19/12/2020 10:29 pm
বর্তমানে চাকুরীর খুব অভাব। চাকুরী গুষ দিয়েও পাওয়া যাচ্ছেনা। তাই ভাবছি চাকুরী করবোনা। চাকুরী নিতে যে টাকা ঘুষ দিতে হয় সেই টাকা দিয়ে ছোট একটা ব্যবসা করবো। কিভাবে করা যায় এবং কোন ব্যবসা করলে বর্তমানে এবং ভবিষ্যৎতে ভাল কিছু পাওয়া যাবে। এমন একটা যে ধারনা দিতে পারবে তাকে অগ্রিম ধন্যবাদ।