আপনি আগে দেখতে পারেন যে, আপনি আগে নিজের সাথে গুছিয়ে কথা বলতে পারেন কিনা। নিজের সাথে কথা বলা? সেটা আবার কিভাবে সম্ভব?
একটু চেষ্টা করলেই নিজের সাথে গুছিয়ে কথা বলতে পারবেন। নিরিবিলি কোন এক জায়গায় ওয়াশরুমের মত বড় একটা আয়নার সামনে প্রতিদিন দাড়িয়ে এবং বসিয়ে যেভাবে পারেন আপনি নিজের সাথে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলুন। এর পর যখন আপনার জবান খুলে যাবে তখন আপনি ইংলিশ ভাষায় কথা বলার চেষ্টা করুন। এখন বলতে পারেন ভাই আমি তো ইংলিশ পারিনা। যাই হোন ইংলিশ না পারেন হাই, হ্যালো যাই পারেন তাই প্র্যাকটিস্ করুন। দেখবেন সব ঠিক থাক হয়ে যাবে বাট আপনাকে অনেক কষ্ট করতে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে মুখ দিয়ে অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে।বুকে সাহস রাখবেন।
এইভাবে যখন চালু হয়ে যাবে তখন এরপর শুরু করবেন অন্য খেলা। এই আপন মানুষের সাথে গুছিয়ে কথা বলা শুরু করবেন।শুরুটা হবে আপনার পরিবারের সাথে। প্রথমে হতে পারে আপনার প্রেমিক অথবা প্রেমিকাদের অথবা ভাল বন্ধুদের সাথে, ভাল বন্ধু হতে পারে আপনার বাবা, মা, ভাই, বোন ইত্যাদি।
শুরুতে আপনার বাশঁ দেওয়া বন্ধুর কাছে প্যাক্টিস করবেন না তাহলে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই বলছি আগের কাছের মানুষদের কাছে প্রাক্টিস্ করুন।
যখন আপনার পরিবর্তন আসবে যখন আপনি গুছিয়ে কথা বলতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন।আবার অনেক স্যোসাল মিডিয়া আছে যেখানে অনেক বক্তিতা পাবেন তা দেখে দেখেও আপনি আইডিয়া নিয়ে প্যাক্টিস্ করতে পারেন। বেশি দূরে যেতে হবে না। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটা আয়ত্ত করে আয়নার সামনে দাড়িয়ে প্যাক্টিস্ করবেন এবং পরে কেমন হয়েছে দেখার জন্য রেকর্ড করবেন। রেকর্ড এ কোথায় কি ভুল হয়েছে তা সমাধান করে আপনি আবার রেকর্ড করবেন । দেখবেন একসময় কোন জড়তা থাকবেনা, কোন বানান ভুল থাকবেন না, কোন খুঁত থাকবেনা। এব পর আর একটু কঠিন ভাষণ দেথতে পারেন। দেখবেন এক সময় আপনি অনেক সুন্দর ভাষণ দিয়ে বক্তাদের মন জয় করতে পারবেন।