Topic starter
26/03/2021 6:19 pm
১. প্রথমত নিজের রিয়েল ভালবাসার জন্য স্বার্থপর হওয়া দোষের কিছু নয়।
২. নিজের ভালোর জন্য বা উন্নতির ক্ষেত্রে কিন্তু অন্যোর ক্ষতি করে নয়।
৩. কোন কাজে সময় ব্যায় করার সময়, কেউ ডাক দিলে যে তখনি দৌড় দিয়ে যেতে হবে এমনটি নয়।
৪. পরিক্ষার হলে একটু হলেও স্বার্থপর হতে হয় কারন আপনি সারা বছর কষ্ট করে পড়া লেখা করবেন সবার থেকে ভালো রেজাল্ট করার জন্য আর অন্যজন আরামে আপনারটা দেখে দেখে ভাল রেজাল্ট করবে তা কি করে দেওয়া যেতে পারে। বিশেষ করে চাকুরীর পরিক্ষার ক্ষেত্রে।
৫. যেকোন প্রতিযোগীতায় স্বার্থপর হতেই হবে কারন মনে রাখতে হবে যে, আপনার পাশে সবাই আপনার প্রতিদ্বন্দী।
৬. এই দুনিয়ায় সকল সম্পর্কই স্বার্থের উর্ধ্বে নয়।সেদিকেই খেয়াল রাখতে হবে।
সর্বশেষে একটা কথাই বলব যে, নিজের ভাল নিজেকেই বুঝে নিতে হবে।
কথায় আছে যে, ”আপন ভালো পাগলেও বুঝে”
সবা্ইকে অগ্রিম ধন্যবান