Topic starter
31/03/2021 6:23 pm
- মানুষের রুপ নিয়ে আলোচনা করা ঠিক নয়। যেমন মানুষটি সুন্দর বা মোটা, চিকন, বেটে বা লম্বা, কালো বা ফর্সা ইত্যাদি এসব নিয়ে আমাদের আলোচনা করা উচিন নয়।
- ধর্ম নিয়ে আলোচনা করা ঠিক নয়। যেমন আমার ধর্ম শ্রেষ্ঠ, আপনার ধর্ম নিচু ইত্যাদি।
- বংশ বা জাত নিয়ে আলোচনা করা ঠিক নয়। যেমন আমার বংশ উচ্চ, আপনার বংশ নিচু ইত্যাদি।
- সন্তান নিয়ে আলোচনা করা ঠিক নয়। যেমন মেয়ে সন্তান ভালো না বা ছেলে সন্তান ভালো না ইত্যাদি।
কারন এসব ক্ষেত্রে শুরু হতে পারে আলোচনা দিয়ে বাট শেষ হতে পারে সমালোচনা দিয়ে।
ধন্যবাদ।
08/04/2021 9:28 pm
আরও আছে তার মধ্যে প্রথম হলো ধন বা সম্পদ। মানুষের ধন-সম্পদ নিয়ে আলোচনা করা ঠিক নয় কারণ মূহূর্তেই মানুষ বাদশা আবার মূহূর্তেই মানুষ ফকির। তাই মানুুষের সম্পদ নিয়ে কথা বলতে হয় না।