Topic starter
12/11/2020 4:38 pm
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর করোনারভাইরাসের প্রভাবে যে সিস্টেমে লেখা পড়া হচ্ছে তা একটুও স্টুডেন্টসদের মানবিক বিকাশ ঘটাতে পারবে না। কারন শিক্ষক যে অ্যাসাইনমেন দিচ্ছে তা প্রায় সকল ছাত্র ছাত্রী হুবুহু গাইড কপি করে লিখে দিচ্ছে। তারা একটুও পড়েনা। কারন স্কুলের কোন চাপ নেই। শাস্তির কোন সুযোগ নেই। পড়া না শিখলেও লজ্জার কোন ভয় নেই।
28/11/2020 2:04 pm
বর্তমানে সরকার যেভাবে স্কুল কলেজের কার্যক্রম চালায়তাছেন এতে গরীব মেধাবী ছাএ-ছাএীদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এস্যাইনম্যান্ট নামে যে বাড়ির কাজ দিচ্ছেন তা অনেক ব্যায়বহুল খরচ।