Topic starter
10/08/2021 9:41 pm
অজু ভঙ্গের কারণ ৭টি
যথাঃ-
- পায়খানা-পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।
- মুখ ভরিয়া বমি হওয়া।
- শরীরের কোন জায়গা হতে রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়িয়া পড়া।
- থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।
- চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমে যাওয়া।
- পাগল, মাতাল বা অচেতন হইলে।
- নামাজে উচ্চ স্বরে হাসিলে।