Topic starter
22/05/2021 8:12 pm
- সবচেয়ে যদি বড় পশু হয় যেমন উট। উটের ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে ৫ বছর।আর ৫ বছরের নিচে যদি উট কুরবানী করেন তাহলে কুরবানী আদায় হবে না। কিন্তু আপনারা জবেহ করে খেতে পারবেন।
- আর গরু যদি হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে ২ বছর। আর ২ বছরের নিচে যদি গরু কুরবানী করেন তাহলে কুরবানী আদায় হবে না। কিন্তু আপনারা জবেহ করে খেতে পারবেন।
- আবার ছাগল, দুম্বা, ভেড়া কুরবানী করতে চান তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে ১ বছর।
- ছোট পশুর গুলোর মধ্যে দুম্বা বা ভেড়ার বয়স যদি হয় ছয় মাস কিন্তু দেখতে যদি বড় প্রায় ১ বছরের মত বয়স মনে হয় তাহলে সেই ভেড়া বা দুম্বাটি কুরবানী করা যাবে কিন্তু ছাগল কুরবানী করতে হলে তার বয়স অবশ্যই ১ বছর হতে হবে।
যদি এই বিষয়ে কারো কোন মন্তব্য থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ