Topic starter
10/08/2021 9:51 pm
নামাজ ভঙ্গের ১৯ টি কারন হলোঃ
- নামাজ অশুদ্ধভাবে পড়া।
- নামাজের ভিতর কথা বলা।
- কোন লোককে ছালাম দেওয়া।
- সালামের উত্তর দেওয়া।
- উহ্, আঃ শব্দ করা।
- বিনা ওজরে কাশি দেওয়া।
- আমলে কাছির করা।
- বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা।
- তিন তাসবীহ্ পরিমাণ ছতর খুলিয়া থাকা।
- মোক্তদী ব্যতীত অপর ব্যক্তি লোকমা দেওয়া।
- সুসংবাদ বা দুসংবাদে উত্তর দেওয়া।
- নাপাক জায়গায় সেজদাহ দেওয়া।
- কেবলা দিক হতে সিনা ঘুরিয়ে যাওয়া।
- নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া।
- নামাজে শব্দ করিয়া হাসা।
- নামাজে সাংসারিক কোন বিষয় পার্থনা করা।
- হাঁচির উত্তর দেওয়া।
- নামাজে খাওয়া ও পান করা।
- ঈমামের আগে মুক্তাদী দাড়ানো।