Topic starter
14/12/2020 10:35 pm
আমাদের গ্রামের অনেক মুসলমান বান্দারা প্রায় অর্ধরাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে বা সাউন্ড করে আল্লাহর যিকির বা ইসলামিক গজল গায়। এভাবে এবাদত করা ইসলাম ধর্মের দৃষ্টিতে কি ঠিক আছে? কারন, অনেক মমিন মুসলমান বান্দা যারা সারাদিন পরিশ্রম করে রাতের নামাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে যায় যাতে তারা আবার ভোরের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে।
এই বিষয়ে ইসলাম ধর্মের মমিন বান্দারা কি সমাধান দিবেন।
Topic starter
23/03/2021 5:53 pm
রাতে এশারের নামাজ শেষ করে যারা ফজরের নামাজ পরার উদ্দেশে ঘুমাতে যায়। তাদের জন্য এশার ও ফজরের নামাজের মাঝখানের ঘুমের সময় টুকুও এবাদতে পরিণত হয়। তাই এশার ও ফজরের মাঝখানের সময় টুকু অন্যের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এবাদত করা ঠিক হবে না।