Topic starter
14/08/2021 12:04 am
চুলকানির কার্যকরী ঔষধ হলো ডেক্সামিন ০.৫ মিগ্রা। কারণ এই ঔষধ খাওয়ার আগে আমি অনেক ঔষধ খেয়েছিলাম বাট কোন ঔষধ দিয়ে আমার কোন উপকার হয়নি তবে এই DEXAMIN BP 0.5 mg ব্যবহার করে দ্বিতীয় দিন থেকেই আমি উপকার পেয়েছি। একটানা ৭দিন খেয়েছি। সকালে খাওয়ার পর একটা এবং রাতে খাওয়ার পর একটা খেয়েছিলাম।
পাশ্বপ্রতিক্রিয়া:
ডেক্সামিন ০.৫ মিগ্রা খাওয়ার একদিন পর থেকে আমি ভাতের পরিমাণটা একটু বেশি খায়। এবং বেশি বেশি ক্ষুদা লাগে। ফলে মুটাও হয়েছিলাম। এখন আবার আগের মত স্বাভাবিক হয়ে গেছি।
তবে চুলকানি দূর করার জন্য অবশ্যই DEXAMIN BP 0.5 mg অনেক উপকারি হতে পারে আপনার ১০০% রোগ ভাল করবে।