Topic starter
13/09/2021 1:49 pm
ETT পূর্ণাঙ্গ রূপ Exercise Tolerance Test. এটিও এক ধরনের ECG. তবে তা রেকর্ড করা হয় রোগীরব্যায়াম করা অবস্থায়। এ পরিক্ষায় রোগী বুকের উপর নির্ধারিত স্থানে এবং হাতে ও পায়ে ইলেকফ্রোড স্থাপন করে।ফ্রেডমিলে দৌড়াতে থাকেন এবং নির্দিষ্ট সময় পর পর ECG করা হয়।যেসব রোগী দৈনন্দিন কাজের সময় বুকে ব্যথা বা চাপ অনুভব করেন, তাদের হ্নৎপিন্ডের রক্ত চলাচল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ETT করা হয়।এছাড়া ব্যায়াম করা অবস্থায় হ্নদস্পন্দনের ছন্দের অসামঞ্জস্য (Arrhythmia) হয় কি-না, তাও নির্ণয় করা যায়।