ECG পূর্ণাঙ্গ রূপ Electrocardiogram । হ্নৎপিন্ডের সংকোচন-প্রসারণের জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয় ECG তে। বুকের উপর নির্ধারিত স্থানে এবং হাতে ও পায়ে ইলেকট্রোড স্থাপন করে যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ গ্রাফে রেকর্ড করা হয়।হ্নৎপিন্ডের অনেক রোগের উপস্থিতি নির্ণয়ে ECG গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।ECG থেকে হ্নদস্পন্দনের হার (Heart Rate) হ্নদস্পন্দনের ছন্দের অসামঞ্জস্য (Arrhythmia), অলিন্দ ও নিলয়ের স্ফীতি (Atrial and ventricular hypertrophy), হ্নৎপিন্ডের রক্ত সরবরাহের ঘাটতি (Ischemia), কন্ডাকশন ব্লক, হার্ট অ্যাটাক (Myocardial Infarction), হ্নৎপিন্ডের আবরণীর ভেতরে তরল জমা (Pericardial Effusion), প্রভৃতি সমস্যা নির্ণয় করা যায়। হ্নৎপিন্ডের সমস্যা ছাড়াও রক্তে লবণের অসামঞ্জস্য (Electrolytes Imbalance) এবং থাইরয়েড গুন্থির কারযক্ষমতা কমে যাওয়া (Hypothyroidism) নির্ণয়ে ECG করা হয়।
Topic starter
13/09/2021 1:38 pm